আমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে

ব্লগের ভাইবোন সকল,
আমার মৃত্যুদন্ডের রায় (আকদ) হয়েছে, বেশ খানিকটা ঘটা করেই। তবে রায় কার্যকর হবে মে মাসের কোন এক সময়।

জীবিত থাকলে অনেক কিছুই লিখা যেতো। এখন ত আর জীবিত না, তাই বেশি কিছু লিখতেও পারছি না। আমার হয়ে কিছু ছবিই কথা বলুকঃ


আমি বাদী, আর এই হলো বিবাদী


ফাঁসির রায় ঘোষনার আগে আমি


সে আর আমি

১২৬ টি মন্তব্য : “আমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ভাবী মাশাআল্লাহ পরীর মত সুন্দর-কনগ্রেচুলেশান্স মাহমুদ ভাই!!!! ইয়ে মানে,সিসিবির ব্যাচেলর পার্টির কথা মাথায় রাখছেন তো? ভাবীরা কয় ভাইবোন,কাজিন কয়জন,তাদের মধ্যে নারী কয়জন ইত্যাদি স্ট্যাটিসটিক্স অতি সত্বর আপলোড করেন :shy:

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    কংগ্রাচুলেশন ভাইয়া।
    ভাবী কি হাসান ভাই (সন্ধি- ঝকক ৯৯-০৫) এর বড় বোন? 😀
    :grr: তাইলে তো এখন আমরা আপনার শ্যালক গোত্রীয়।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    নাম্বার টাম্বার বুঝি না :grr: এখন শুধুই দাওয়াতের অপেক্ষা 😀
    মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন :hug:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. কিবরিয়া (২০০৩-২০০৯)

    ইয়াল্লা মাহমুদ ভাই 😮
    আপনি রংপুরের পোলা! যদি খাওয়া না পাইছি তাইলে :gulli: :gulli: :gulli2:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    তোমার দুইটা বউএর একটা ছবি কেন? নাকি খুশিতে ছবি ঠিক মতো লোড করো নাই?

    ব্লগের এডু মডু বধূবরণের একটা ইমো চাই। ব্লগে তো মনে হয় বিয়ের ধূম লাগবে। বউদের তো আর ফ্রন্টরোল দেওয়া যায় না। তাদের জন্য দরকার এগরোল, চিকেনরোল কিম্বা কূলায় দুর্বাঘাস বা ধান জাতীয় কিছু এক্টা।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      আপু, সবগুলো ছবির সাইজ ১০ মেগা'র উপরে। এক বন্ধুরে কয়া মাত্র এই তিনটা ছবি ২ মেগা'র মধ্যে নিয়ে তারপর পোষ্টাইলাম। আর এর সাথে নেটের স্পীড ত একটা বিরাট ঝামেলা... :bash:


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  6. জিহাদ (৯৯-০৫)

    মাহমুদ ভাই ব্যাপক অভিনন্দন। তবে আমি আপনারে এতদিন জ্ঞানী বলেই জানতাম... 😀
    ভাবীতো আসলেই ডানাকাটা পরী। ডানাটা না কাটলেও অবশ্য চলতো। 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  7. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    অভিনন্দন ভাইয়া, বৃক্ষ পরিবারে স্বাগতম। পরবর্তি জীবন সুখী থাকুন। ফয়েজ ভায়ের জন্মদিনের দোয়া কি বিবাহের ক্ষেত্রে কার্যকর থাকবে?? :-/ :-/
    :hatsoff:

    জবাব দিন
  8. আন্দালিব (৯৬-০২)

    ইশ, আমি একদিনব্লগে আসি নাই এই সুযোগে সবাই ধুমধাম বিয়ে করে ফেলতেছে! :clap: :clap:

    মাহমুদ ভাই, অনেক অনেক অভিনন্দন। এরকম মৃত্যু সকলেরই হোক, এই কামনা করি! ভাবীকেও অভিনন্দন! 😀

    এর পরের পোস্টটা নির্ঘাৎ "মৃত্যুর পরে জনপ্রিয়তা নিয়ে আমার সমাজ ভাবনা" ধরনের কিছু একটা হইবো! আগেই পাঁচ দিলাম! :))

    জবাব দিন
  9. মুহাম্মদ (৯৯-০৫)

    প্রথমেই অভিনন্দন।
    তবে মাহমুদ ভাই, আসল কথা হইতেছে লেখায় ঢেলামি আসলে কিন্তু ভাল হবে না। নতুন লেখা দূরের কথা আপনার ইতিমধ্যেই কতগুলা লেখা জমা পড়ে গেছে সেটা মনে আছে তো? বহুত ব্লগে বলছেন এই বিষয়ে পরে আলোচনা হবে, বা এই নিয়া পরে আরেকটা ব্লগ দিতেছি- আর খবর নাই। এইসব মাথায় রাইখেন। 😀

    জবাব দিন
  10. আমি ভাবীর সাজ,শাড়ি,গহনা,লুক সব দেখে পুরাই মুগ্ধ ।অসাধারণ সুন্দর লাগতেছে,নেটে বা ম্যাগাজিনে ব্রাইডাল কালেকশানের যে ছবি থাকে,ওগুলো থেকেও জোশ।কাল থেকে শুধু এই ছবিগুলো দেখছি আর ভাবছি !
    আসল কথা তো ভুলেই গেলাম,অভিনন্দন মাহমুদ ভাই :dreamy:

    জবাব দিন
  11. শ্যাস, আরেকটা উইকেট পড়লো, আহারে ফুকো ভাই বড় ভালো লোক ছিল... :দীর্ঘশ্বাসের ইমো:

    আফা/ভাবী তো পুরাই হুরপরী। সিসিবির ভাবীরা তাড়াতাড়ি আইসা বধূবরণের আয়োজন করেন।
    ভাবীরে অবশ্যই সিসিবিতে নিয়া আসবেন, এইডা আমাদের সবার দাবী।
    নয়া নওশা আমিন ভাইরেও একই কথা।

    জবাব দিন
  12. কিবরিয়া (২০০৩-২০০৯)

    আমিও মরতে ছাই......... :(( :(( :(( :(( :((


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  13. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    আমি এতো দেরী করে কমেন্ট করলাম x-( x-(
    own টাইম :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
    মাহমুদ ভাই,কনগ্র্যাটস!
    ভাবী পরী,আপনি পর :))
    ভাবী কনে,আপনি বর :))

    জবাব দিন
  14. আহমদ (৮৮-৯৪)

    অভিনিন্দন মাহমুদ+ভাবী।
    ফেসবুকেই পরথম খবর পাইসিলাম।
    তোর বউ ... মাশাল্লাহ দারুন কিউট।
    তোরেও হেব্বী লাগতাসে।
    তোরা বেড়াতে আসিস আমাদের বাসায়।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  15. আহমেদ মাশফিক রায়হান সিউল (১৯৯৮-২০০৪)

    মাহমুদ ভাইয়া, কুলখানীর দাওয়াত (বিয়ের ৩দিন পার হয়ে গেছে না ??) তো দিলেন না, চল্লিশার দাওয়াতটা দিয়েন 😐 😐

    জান্নাতবাসী হওয়ার জন্যে অভিনন্দন 🙂 🙂

    জবাব দিন
  16. তাইফুর (৯২-৯৮)

    বিবাহের বিজ্ঞাপণ ...
    পোলাপাইন আর দেরি করিস না
    (বস, মৃত্যুদন্ডের রায়ে তো দেখি আপ্নে ভালই খুশি টাইমে আছেন)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : শোয়েব (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।