এই আমিও ফিরিয়া আসিলাম (আজাইর‌্যা পোষ্ট)

বিগত কয়েকমাস জুড়ে এলএ’তে নানা ক্যাচালের মধ্যে পড়ে সিসিবি’তে আসাটাই অনিয়মিত হয়ে এসেছিল 🙁 । মনে আশা ছিল দেশে আসার পর আবার যখন-তখন আসা যাবে। কিন্তু এইখানেও ভেজালের মধ্যে এসে পড়লাম। জিপি’র মোবাইল ইন্টারনেট এতো ধীরগতির যে, ধৈর্যের কঠিন পরীক্ষা বারবার এসে পড়ে যা’ আমার পক্ষে পাশ করার আশা নেই একেবারেই :(( । ইউনিভার্সিটিতে এসে যে নেট ব্যবহার করবো, সেই আশাও ক্ষীন হয়ে আসছিল ক্রমাগত যখন শুনলাম যে সফটওয়্যার দিয়ে ওদের নেটওয়ার্কে ঢুকবো সেটা আমার ল্যাপটপের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না। আর এখানকার পিসি’তে বাংলা লিখার সফটওয়্যার নাই+ডাউনলোড করে ইনষ্টল করা যায় না =(( ।

আজ একজন আইটি অপারেটর আপা এসেছিলেন। তাকে ঘটনা খুলে বলতেই তিনি কয়েক মিনিটে আমার বিলীয়মান আশার পুনর্জীবন দান করলেন। আমার ল্যাপটপ’এ ইন্টারনেট এসে পড়ল। আর আমিও রবিন আর আন্দালিবের পিছে লাইন ধরে সিসিবিতে আইস্যা পড়লাম :goragori: :guitar: :tuski: ।

৩,৯০৬ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “এই আমিও ফিরিয়া আসিলাম (আজাইর‌্যা পোষ্ট)”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফিরিয়া আসিলাম পোস্ট দিতে দিতেই আজ আমাদের কমান্ডো আহসান ভাই শেরোয়ানির গর্বিত গায়ক [গায়ে দেন যিনি :-B ]
    তাই, মাহমুদ ভাই, দোয়া করছি কায়মনোবাক্যে আপনার মনোবাসান পূর্ণ হোক ;;; ;))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    শুভ প্রত্যাবর্তন মাহমুদ ভাই। 🙂

    আশা করি সামনে আপনার দুর্ধর্ষ আরো কিছু লেখা পাব।

    বস্‌, ফুকোকে নিয়ে আরও কিছু লেখা দেন না! উনার দৃষ্টিভংগী সিরাম! :boss: :boss:

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      আপাততঃ আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবছি। ক্লাস থেকে প্রায় সব সময়ই 'চান্দি-গরম' অবস্থায় বের হয়ে আসি। ছাত্রদের অংশগ্রহন এতো প্যাসিভ, রীতিমত হতাশাজনক। পড়া শুরু করেছি। দেখি কিছু বোঝা যায় কি না। তারপর সিসিবি'তে শেয়ার করাও যাবে।


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
      • ছাত্রদের অংশগ্রহন এতো প্যাসিভ, রীতিমত হতাশাজনক

        😀 😀 😀 😀

        ক্লাস করার সময় টের পাই। যিনি সামনে দাঁড়িয়ে বকবক করছেন-- তিনি কতটা বোর ফিল করেন...। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটি যারপরনাই বিরক্তিকর থাকেন, কোন প্রস্তুতি ছাড়াই আমাদের সামনে আসতে কুণ্ঠাবোধ করেননা।
        আবার যখন দারুণ সুন্দর করে কোন স্যার বুঝান, আমরা হাই তুলে জ্বি-স্যার বলেই ক্ষান্ত দেই 😛 এই জিনিসটা একদিনে না, এইটা আমাদের গোড়ায় গলদ বলে আমার মনে হয়...
        কিছু করাটা খুব দরকার ভাইয়া 🙁

        জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    খুব ভালো করেছেন বস।

    সত্যিকথা বলতে কি আপনার পোস্ট আমি মন দিয়ে পড়ার চেষ্টা করি সবসময়ে। পড়ার পরে কিছু বলা হয় না কারণ এই বিষয়গুলোতে আমার জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। আপনার লেখা পড়ে তাও কিছু কিছু জানা হয়! 😀

    তবে এই পোস্ট বুঝতে পেরেছি সন্দেহ নাই! ফিরে আসছেন এখন আবার আমার মুখবন্ধ করে দেয়া এক একটা লেখা দেয়া শুরু করেন! 😉

    জবাব দিন
  4. হোসেন (৯৯-০৫)

    এআই ইউ বি তো আমার বাসা থাইকা ১৫ টাকা রিকশা ভাড়া। কাছেই হ্যালভেশিয়া, কেএফসি ইত্যাদি আছে।

    আকালমন্দ কি লিয়ে ইশারাই কাফি 🙂 🙂


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    এই পোস্টের সাথে সম্পর্ক নাই তবুও মাহমুদ ভাইর কাছ থিকা স্মার্ট শিক্ষক আর প্রাইভেট ইউনির ভক্ত ছাত্রীর কােনো গল্পের অপেক্ষায় আছি...


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অন প্যারেড হবার জন্য আপনাকে সহযোগিতা করায় আইটির সেই সুন্দরী আপুটাকে অনেক অনেক ধন্যবাদ... ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।