দূরে সরে যাই

অতীত অনেক সুন্দর,
তাই ফেলে আসা অতীতের কথা ভেবে
তোমার কষ্ট হয়।
বর্তমানে এই আমি তোমার পাশে
অথচ এখনো তুমি কষ্ট পাও
বর্তমানের এই আনন্দ
(যদি তুমি আনন্দিত হও)
তোমাকে পারে না ফেলে আসা অতীতকে ভুলে যেতে।
অভিযোগ করব না আমি আজ,
শুধু বলি – নাই বা বললে আমাকে
তোমার এই অতীতে ফিরে যাওয়ার গল্প,
থাক না কিছু কথা তোমার যা আমি জানব না কখনো,
জানতেও চাইব না কখনো –
কি লাভ বল অযথা এই মনে অশান্তি বাড়িয়ে?
তোমার অতীত থেকে দূরে সরে যেতে চাই আমি,
সেই অতীত যা এখনো তোমার বর্তমান।
জানি আমি তুমি আমাকে খারাপ বলবে এখন,
তবু একবার বলি,
আমার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখ-
কতটা কষ্ট পাবে তুমি যদি আমি তোমার সামনে টেনে নিয়ে আসি
আমার অতীতকে এই বর্তমানে ?
তবু তোমায় বলি নাই বা ভুলে গেলে তোমার অতীত,
নিয়ে আস তাকে তোমার বর্তমানে;
করজোড়ে একটাই অনুরোধ তোমায় –
আমাকে দূরে রাখো তোমার সেই ভূবন থেকে।

১,১৯৩ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “দূরে সরে যাই”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    কবিতা পইড়াই বুঝা যায়, জীবনে বহুত গিরিংগি কইরা এই কবি কয়েকদিন আগে বিয়া করছে। এখন বউয়ের কাছে মাফ চাইতে চাইতে জীবন শেষ। =))


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।