জননিরাপত্তা

দিনকে দিন কেমন যেন
বদ্ধ হয়ে যাচ্ছে বাতাস,
চারদিকেতে শুনতে পাই
মৃত্যুশীতল হা-হুতাশ।
সকালবেলা ঘর থেকে সব
মানুষগুলো বের হয়ে যায়,
সন্ধেবেলায় কিছু ফিরে
বাকীরা দেখি নাই হয়ে যায়।
কেউ বা পড়ে গুলির মুখে
কারো বা হয় ছিনতাই,
কেউ বা দেখি গুম হয়ে যায়
লাশের কোন হদিস নাই।
আইনগুলো সব নিজের হাতে
যেমন খুশী তেমন সাজা,
দল তো এখন ক্ষমতায়
চামচাগুলোই এখন রাজা।
দিন বদলের গল্প বলে
নূতন রাজা-মন্ত্রী এল,
জনগণের কি বা হ’ল
লাউ তো সেই কদুই র’ল।

১,২২০ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “জননিরাপত্তা”

মওন্তব্য করুন : আলম (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।