ভাগ্যবানের দূঃখ

একটা নূতন গল্প বলব বলে আজ খুলে বসলাম আমার খেরোখাতা,
বহুদিনের অব্যাবহারে জমে গেছে ধূলোর আস্তরণ।
প্রাপ্তির হিসেব মিলাতে গিয়ে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে হয় –
মনে হয় এত দ্রুত সব পাবার ছিল না।
আজ কেন যেন নিজের গল্প শোনাতে ইচ্ছে করে না আর,
শীতনিদ্রার সুখ খুঁজে পেয়েছি, নীরবতাই আজ পরম আরাধ্য।
কেমন যেন ঝিম মেরে থাকাটা বেশ উপভোগ্য আজ,
অবিরাম ছুটে চলাতে আজ শুধুই ক্লান্তি।
একটা সময় ছিল যখন নিজেকে ভাঙতে পারতাম ইচ্ছেমতন,
জুয়াড়ীর মতন নিজেকে নিয়ে খেলেছি,
পরাজয়ে রিক্ত মনে কাটিয়েছি দীর্ঘ রাত;
পরক্ষণেই আবার গা ঝাড়া দিয়ে উঠেছি নূতন করে আবার গড়ব বলে।
আজ সুপ্রসণ্ণ ভাগ্যের মায়ায় স্থির হয়ে গেছি আমি,
দূর্ভাগ্যকে বরণ করে নেওয়ার সাহস নেই আর।

১,৭৩৮ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “ভাগ্যবানের দূঃখ”

  1. তানভীর (৯৪-০০)

    মাহফুজ ভাই, বুঝাই যাচ্ছে বিয়ের পর খুব সুখে আছেন। 😀

    আজ সুপ্রসণ্ণ ভাগ্যের মায়ায় স্থির হয়ে গেছি আমি,

    আপনার ভাগ্য সবসময় সুপ্রসন্ন থাকুক এই শুভকামনা রইল। :thumbup:

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    খিক খিক। পারফেক্ট বান্ধা গরু মার্কা কবিতা। ভাল লাগলো

    ব্যাপারনাহ। এত রিস্ক নিবার কি দরকার। জীবনের সবচে বড় রিস্ক তো নিয়েই ফেলসেন বান্ধা গরু হয়ে :tuski:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)
    কেমন যেন ঝিম মেরে থাকাটা বেশ উপভোগ্য আজ,
    অবিরাম ছুটে চলাতে আজ শুধুই ক্লান্তি।

    লাইনদুটো মন ছুয়েছে :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : মুহাম্মদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।