টুকলিফাইং – ০৩

দেহগত কামনা বা যৌনতার প্রথম উদ্ভব হয় মনে। তারপর তা দেহে সঞ্চারিত হয়। যৌন সংসর্গের সিঙ্ঘভাগই মানসিক, ক্ষুদ্র অংশ দৈহিক। শতকরা আশি এবং শতকরা কুড়ি ভাগ। মন যখন বিকল বা বিক্ষিপ্ত থাকে তখন যৌনতার উদ্ভব হয় না…

এ যুগে রোমান্টিক প্রেমের ভাটা পড়েছে এবং সামান্য বাল্যপ্রেমকে গুরুত্ব দেওয়ার কথা এযুগে ভাবাই যায় না। বরং নর ও নারী উভয়পক্ষই অনেক বেশী বাস্তববোধসম্পন্ন, আবেগবর্জিত এবং সম্পর্কটাও অনেক চাঁচাছোলা। আশ্চর্যের বিষয়, মানুষের আদিমযুগেও তাই ছিল। গুহামানব বা মানবীরা পরস্পর প্রেমাসক্ত হ’ত বলে মনে হয় না, কিন্তু প্রয়োজনবোধেই জুটি বাঁধত। অনেকটা সেই গুহামানবের যুগের সম্পর্কই যেন ফিরে আসছে। তখন বিবাহপ্রথা ছিল না, পুরুষ বহুনারী গমন করত, নারীরও বহুপুরুষ গমনে বাঁধা ছিল না। বিংশ শতকের শেষে এসে আমরা অনেকটা সেই যুগের প্রত্যাবর্তনের আভাস পাচ্ছি।

জন্মান্তর / শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১,৪৪০ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “টুকলিফাইং – ০৩”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাহ্‌ফুজ ভাই, অনেক দিন পর... 😀
    আপনের কবিতা কই???
    বসন্ত আসল, ভালবাসা দিবস চলে যাচ্ছে...কবিতা দেন নাই...কেম্নে কি? 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)

    @ মাহফুজ,
    ঠিক ঠিক...একদম ই ঠিক কথা......।। :boss: :boss:


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  3. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    এটা আমদের মূল্যবোধের অবক্ষয়ের ই প্রকাশ। এদেশে এখনো অনেক পরিবার আছে যারা মূল্যবোধ হারায়নি। মাঝে মাঝে একটা কথা শুনি মধ্যবিত্ত সেন্টিমেন্টের বিরুদ্ধে। কিন্তু এই মধ্যবিত্ত সেন্টমেন্ট ই কিন্তু আমদের ঐতিয্য এখনো ধরে রেখেছে।

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    মাহফুজ,
    থ্যাঙ্কস এই কোটাশন্টা দেবার জন্য। এখন আসো দেখি এদের "আইডেনটিটি পলিটিকস"।

    যৌনতায় মন ও দেহ যথাক্রমে "শতকরা আশি এবং শতকরা কুড়ি ভাগ", এই তথ্য কত্থেকে?

    "মন যখন বিকল বা বিক্ষিপ্ত থাকে তখন যৌনতার উদ্ভব হয় না"-এটা বৌ-স্বামীর বৈধ যৌনতার বেলায় প্রজোয্য হতে পারে, কিন্তু সব যৌনতাই ত আর এরকম বৈধতার সীমানায় নয়।

    "তখন বিবাহপ্রথা ছিল না, পুরুষ বহুনারী গমন করত, নারীরও বহুপুরুষ গমনে বাঁধা ছিল না।"-

    কি সুন্দর করে বলছে তখন ছিলো, তাদের সময় ছিলো না (নতুনরা আবার নিয়ে আসছে)। এমন ভাব, এখন তারা সব ধোযা তুলসীপাতা, বৌ ছাড়া আর কোন মেয়ে চোখেই দেখেনি!

    এটা আসলে টিপিক্যাল মধ্যবিত্তের নিজেদের 'শুদ্ধতা' প্রমাণের জন্য 'স্বপ্নে-প্রাপ্ত' তথ্যের অসামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    দোস্ত, নতুন বিয়ে উপলক্ষে তোর কাছ থেকে তো একটা টাটকা ভ্যালেন্টাইন পয়েম এক্সপেক্ট করেছিলাম, আর তুই দিলি টুকলিফাইং 🙁

    গুহামানব বা মানবীরা পরস্পর প্রেমাসক্ত হ’ত বলে মনে হয় না, কিন্তু প্রয়োজনবোধেই জুটি বাঁধত। অনেকটা সেই গুহামানবের যুগের সম্পর্কই যেন ফিরে আসছে।

    শীর্ষেন্দুর সাথে সম্পূর্ণ একমত হতে পারলাম না। যাই হোক, এটা নিয়ে এখানে কথা বলার প্রয়োজন নেই।

    তোর নেক্স কবিতা ছাড় দেখি

    জবাব দিন
  6. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    সাব্বির, আমার তোমার সাথে সবাই একমত হলে (১০০ ভাগ কাজে না হতে পারলেও যদি অনুভূতিতেও)পরিবর্তন হতে শুধু সময়ের ব্যাপার

    জবাব দিন

মওন্তব্য করুন : রহমান (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।