বদনে কৃষ্ণবন

বদনে করেছি কৃষ্ণবন পেয়ার,
লোহা দিয়ে কে যেন মোর ক্ষুর করে দিল তৈয়ার।
জলধি হইতে জল আর সাবান হইতে ফেনা,
কৃষ্ণবন ধ্বংসি আমি অধম একজনা।
চতুর্দশ বর্ষ হইতে মোর
ঊর্বরা হইল মুখ, লাগিল বড় ঘোর।
সাহারা মরুভূমির মতো ছিল আমার এ মুখখানা,
ঊর্বরা কঙ্গোবন বানাইল কানুন-এ-জামানা।
কখনো সাহারা বানাইবার করি ব্যর্থ প্রয়াস,
কিন্তু অন্তঃকৃষ্ণলতার অংকুরিতে বড়ই তিয়াস।
তাই তো রাতে ঘুমিয়া সকালে দেখি আমি
সেথায় কৃষ্ণবন, কোথায় মরুভূমি!

২,০৩৮ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “বদনে কৃষ্ণবন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    বস, আপনেকি কথাও সবসময়ে কাব্য করে বলেন? 😛

    কবিতা কিছুই বুঝি নাই, তারমানে খুবই হাই কোয়ালিটির হইছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মাহফুজ দোস্ত আমরা তো কবিতা উৎসব গুটিয়ে ফেলেছি ... কবিতা উৎসব তো শেষ ...

    (মাহফুজ, বিশ্বাস কর কবিতাটা অসাধারণ হইছে। অনেক পুরনোদিনের বিখ্যাত কোন কবির কবিতা মনে হচ্ছিল পড়ার সময়। অসাধারণ, অসাধারণ।)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অহন তো প্লাটিনাম যুগ। লোহা দিয়া শেভ করলে ব্যথা পাইনা না? তাইফুর তুমার বন্ধুরে জিলেট কিন্যা দাও। গালগুল কাইট্যা গেলে শেষে কেলেংকারি হইবো। অত রাইতে ডাক্তার পামু কই?

    রাগ কইরো না ভাই। মজা করলাম। ভালো লেগেছে। :hatsoff:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      বান্দর কি বুঝে আদার মজা ... ??

      (বস, নিজের পয়সা, তাই লোহা দিয়া শেইভ করত। এইমাত্র খোজ নিলাম, বিয়ার পরে জিলেট মাক থিরি যৌতুক পাইছে ... আমার দোস্তের খদ্দল খদ্দল বদন এখন মসৃন হওয়ার পথে ...
      (তবে পূর্ব অভিজ্ঞতা জিইয়ে রাখতে বন্ধু আমার 'ফোম' ইউজ করতে অস্বিকৃতি জানাইছে)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শেভ করা নিয়ে কবিতা???? 😮 😮
    হিন্ট্‌স না দিলে মনে হয় না নিজে নিজে বুঝতে পারতাম... 🙁
    আমি কবিতা বুঝি না কেন????? :bash:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    কবিতাটা কেমন যেন কমন কমন লাগতেসে.........। 😀 😛


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)

    মাহফুজ, কবিতাটা প্রথমবার পড়ে না বুঝেও খুব ভাল লেগেছিল। ছন্দ আর ধাঁচটার জন্য। তারপর তোর কমেন্টে দেখলাম

    এইটা সেভ করা নিয়ে লেখা, এখন বুঝা যায়?

    আমি ভাবলাম save করা নিয়া লেখা ... আবার পড়লাম ... ততক্ষণে দেখি আহসান আকাশ বুইঝা ফেলছে ... আমি কিন্তু তখনও word document save করা জাতীয় কোণ থেকে মিলানোর চিন্তায় ব্যাস্ত। আসলে

    লোহা দিয়ে কে যেন মোর ক্ষুর করে দিল তৈয়ার।

    ক্ষুর বলতে নাপিতের অস্ত্র খানা'র কথা বেমালুম ভুলে ঘোড়া'র জুতা টাইপ কিছু ভেবে ... ততক্ষনে কামরুল, সানা ভাই বুইঝা ফেলছে। জুনা আর আন্দা'র কমেন্ট না পড়া পর্যন্ত আমার ধন্দ, ধন্দ হয়েই রয়ে গেল ... ত্তখন হইল ব্যাবাক ফকফকা ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।