বাসর রাত

শীতের রাতে আজ কুয়াশা নেই,
আছে পূর্ণিমার আলো;
আজ রাতের গভীরেও পাখি গান গেয়ে যায়;
প্রকৃতি যেন আজ ভুলে গেছে যত তার নিয়ম-অনিয়ম।
অপ্রত্যাশিত মহিমায় আজ প্রকৃতি ভুলে গেছে সুরের ব্যাকরণ,
হারমোনিয়ামে বাজছে উল্টা-পাল্টা আওয়াজ –
অথচ কী অপূর্ব মনে হচ্ছে সেই সুর।
আজ ওই হারমোনিয়ামের সুর যেন সব সুরের শ্রেষ্ঠ সুর,
আজ যেন জন্ম নিল এক অসম্ভব সুন্দর গান।
এমন সুর জীবনে একবারই আসে,
এমন গান জীবনে একবারই আসে;
এমন রাত জীবনের শ্রেষ্ঠ রাত।

৮,০৩৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “বাসর রাত”

  1. রকিব (০১-০৭)
    এমন সুর জীবনে একবারই আসে,
    এমন গান জীবনে একবারই আসে

    অনেকের তো একবারের বেশিই এই সুযোগ আসে !!! :grr: :grr: 😛 😛 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    আপনার ব্লগে এইটাই প্রথম মন্তব্য মনে হয় আমার।

    ব্লগে স্বাগতম মাহফুজ ভাই।

    আপনার কবিতাগুলা পড়ি, খালি মন্তব্য করা হয় নাই। কবিতাগুলো পড়ে যাকে বলে ভাষাহীন হয়ে যাই, কেমন কেমন লাগে। আর মন্তব্য করা হয় না। 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।