সুন্দরী ও স্বপ্নভঙ্গ

সুন্দরী!
মৃগনাভী কস্তুরী
তৎসম সুগন্ধি,
উচ্ছাসে বাসন্তী …
চকিতে কটা চাহনি,
পরক্ষণে মৃদু হাসি,
চলনে উঠে হিল্লোল
ধরনী হল চঞ্চল –
নিতম্বে গুরু ছন্দ
ওষ্ঠে পক্ক বিম্ব …
তৃষিত নয়ন, আকন্ঠ সুধা
সুন্দরী যেন চির অধরা
রূপ তার যেন বড় অবাধ্য
ছড়িয়ে পড়ে পথেতে নিত্য
পথিকের চোখ বড় কামাতুর
মর্ত্যে এল এ কোন হুর
ভুজঙ্গ ছন্দে ললিত দেহ
দেখে পুরুষেরা করে সমেহ …

শেষ হয় না বুঝি সুন্দরী কথন
দিবা-নিশিতে দেখি তারে স্বপন
একদিন এল সেই পরম লগন
সুন্দরী এল কাছে, সুখের রমণ।
স্বপ্নভঙ্গ হল যখন স্পর্শ করি …
কোথায় সুন্দরী, এ তো সেই নারী !!

২,১৪৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “সুন্দরী ও স্বপ্নভঙ্গ”

    • রহমান (৯২-৯৮)

      দোস্ত, তোর কবিতাগুলো অদ্ভুত রকমের সুন্দর। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি দিন দিন। সিসিবি কবিতা ভান্ডার খুব অল্প সময়ের মধ্যেই একটা বলিষ্ঠ রূপ পাচ্ছে।

      সাবাশ বন্ধু :clap: :thumbup: ।

      সমসাময়িক সিসিবি ধারায় তাই বলি - লিখতে থাক্‌ লিখতে থাক্‌ :boss: :boss: :boss:

      জবাব দিন
  1. ফয়েজ (৮৭-৯৩)

    সবডি মাইয়া মানুষ নিয়া কোবতে ল্যাখে, ক্যান দুনিয়াতে আর কিছু নাই।

    পোলাপাইন নিয়া এই এক যন্ত্রনা। খালি প্রেম করতে চায়, আর কুনু কাম নাই।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    বস হইছে 🙂 🙂 :clap: :clap: ।
    রাবেয়া মঈনের "বক্ষ বন্দনা"র কথা মনে পড়ে গেল।
    ঐ বইটার পরবর্তী ভার্সন যদি তিনি কখনও বের করেন তবে সেখানে এই কবিতাটার রেফারেন্স দেয়ার জন্য জোর আওয়াজ তুলব।


    Life is Mad.

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহফুজ (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।