তোমার মৃত্যুতে

বৃথা স্বপ্ন দেখে কি লাভ, যদি কোনদিন সে স্বপ্ন না দেখে সূর্যের আলো?
কি হবে মিছে আশা করে, যদি সে আশার না থাকে কোন বাস্তবতা?
আর কখনও কি তোমার ভালবাসায় আমি ধন্য হব! –
কি হবে সেইসব কল্পনায় – যেখানে দুঃখ শুধুই ক্রমবর্ধমান?
আর কখনও কি তোমার স্পর্শ আমি অনুভব করব
গভীর নিশীথে রূপালী চন্দ্রায়?
লাভ কি সেইরাতের কথা ভেবে, কি হবে এই নিষ্ফল কামনায়?
তাই সুখের সাগরে সুরাসক্ত আমি – রঙিন স্বপ্ন দেখি মায়াবী মদিরায়।
আমি প্রতিদিন একটু একটু করে কার্পাস তুলায় বুনে যাই সাদা কাফন;
আমার পোশাক ওই কাফনের কাপড়; তাই আমি নগ্ন, বস্ত্রহীন।
তোমার নিস্পন্দ দেহ যখন আমি সাদা কাফনে জড়ালাম,
মনে হল মোনালিসার উপর আমি লেপে দিয়েছি সাদা পেইন্ট;
আমার দুঃখ মোনালিসাকে বাঁচাতে পারিনি,
তাই লিওনার্দোকে পরাব সাদা কাফন –
লিওনার্দো তাই এখন নগ্ন, আমৃত্যু।
আমার ঘরে এখন নিকষ অন্ধকার,
আমি আলোয় দেখতে চাই না তোমার না থাকা,
আমি নিত্য অনুভব করি তোমার ভালবাসা;
আমি সুখের সাগরে মত্ত মাতাল –
নির্ঝরণী অশ্রুপাত গভীর রাতে।

১,৫৪৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “তোমার মৃত্যুতে”

  1. রহমান (৯২-৯৮)
    আমি প্রতিদিন একটু একটু করে কার্পাস তুলায় বুনে যাই সাদা কাফন;
    আমার পোশাক ওই কাফনের কাপড়; তাই আমি নগ্ন, বস্ত্রহীন।
    তোমার নিস্পন্দ দেহ যখন আমি সাদা কাফনে জড়ালাম,
    মনে হল মোনালিসার উপর আমি লেপে দিয়েছি সাদা পেইন্ট;

    🙁 🙁
    তোর সব কবিতায় এত দুঃখ আর হাহাকার কেন রে???

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মাথার দুই ইঞ্চি উপর দিয়া গেল।
    তারমানে কবিতাটা ভাল হইছে।
    আমার মত 'মাল' যেই কবিতা পইড়াই বুইঝা ফেলবে, সেই কবিতা'র বেইল নাই।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    আমার দুঃখ মোনালিসাকে বাঁচাতে পারিনি,
    তাই লিওনার্দোকে পরাব সাদা কাফন -
    লিওনার্দো তাই এখন নগ্ন, আমৃত্যু।

    :thumbup: :thumbup: দারুন :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।