মাঙ্গলিক পূণ্য

তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ জমেছে
প্রখর গ্রীষ্মের স্বেদবিন্দুর মতো –
তুমি কি পার সেই পাপকে ক্ষমা করতে ?
পাপ – সে কেন পাপ হবে
– এসো, হোক না এ আমাদের প্রথম স্মৃতি।
স্মৃতি – মনের খাঁচায় গ্রোথিত এ ক্ষণ
এক অসুন্দর সুখ –
ধরে নিলাম সেটা জীবনের শ্রেষ্ঠ সুখ।
সুখ – আপেক্ষিক এ তত্ত্বে
তোমার আমার মিলন যেন সাগরে সাগরে সঙ্গম –
কেউ কারো মাঝে বিলীন না হয়ে
নিজের অস্তিত্ত্বে একে অপরের মাঝে হারিয়ে যাওয়া।
সাগরে সাগরে মিলিত জলরাশিতে
উচ্ছ্বল ফেনিল পাপ –
হোক না সে পাপ,
ধরে নাও না কেন – এ এক মাঙ্গলিক পূণ্য!

১,৪৪৩ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “মাঙ্গলিক পূণ্য”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)
    হোক না সে পাপ,
    ধরে নাও না কেন - এ এক মাঙ্গলিক পূণ্য!

    তাহলে তো... 😮
    কিন্তু... 🙁
    সেটা কি... :-B
    লোকে কি ভাববে... :dreamy:
    তবে তাই হোক... B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)
    তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ জমেছে
    প্রখর গ্রীষ্মের স্বেদবিন্দুর মতো –
    তুমি কি পার সেই পাপকে ক্ষমা করতে ?
    পাপ – সে কেন পাপ হবে
    - এসো, হোক না এ আমাদের প্রথম স্মৃতি।

    একদম প্রি-প্ল্যান যারে কয়।

    কবিতা ভাল হইছে। লাগে রহো মাহফুজ ভাই।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।