বিলম্বিত সত্য

এই আশা নিয়েই বেঁচে থাকা ভাল –
স্বপ্নভঙ্গের কষ্ট অনেক বেশি ।
জানি সত্যের মুখোমুখি হতে হবে একদিন –
হোক সে প্রতিকূল, কিংবা অনুকূল ।
তবু দুঃখের সত্যকে বিলম্বিত করলেই
সত্য থেকে পলায়ন বলা যায় না –
বরং এসময়ের বাকী আনন্দগুলোকে
একটু ভালোভাবে উপভোগ করা যায় ।
বর্তমানের এই আনন্দমুহুর্তে
ভবিষ্যতের সুখের স্বপ্ন দেখার সাহস আসে;
এই তো ভালো – কেন না আনন্দই আনে সুখ,
আর সুখ আনে আনন্দ ।

১,৬৭৪ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “বিলম্বিত সত্য”

  1. তানভীর (৯৪-০০)
    স্বপ্নভঙ্গের কষ্ট অনেক বেশি ।

    ঠিক কথা ভাইয়া।

    কেন না আনন্দই আনে সুখ,
    আর সুখ আনে আনন্দ ।

    ভাল হইছে। আপনার কবিতাগুলো পড়তে ভাল লাগে। চালায়ে যান ভাইয়া। :clap: :clap:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    স্বপ্নভঙ্গের কষ্ট অনেক বেশি কোনো সন্দেহই নেই, কিন্তু এই রুদ্ধ সময়ের ভ্রান্ত বাস্তবতায় নিঃশ্বাস থমকে দেয়া খর বাতাসের বন্যায় কায়ক্লেশে ধুকে থাকার চেয়ে নিশ্চিত ভেঙ্গে যাবার সামনে দাড়িয়ে থাকা পরাবাস্তব স্বপ্নটাই কি প্রবল আরাধ্য নয় ;)) ;))

    ____________________________________________________
    যাই পানি খায়া আসি 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : ফৌজিয়ান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।