অন্যরকম তুমি

আজ অন্যরকম সকাল, সূর্যটা আজ অন্যরকম –
আজ তোমাকে ভালবাসতে ইচ্ছে করে একটু অন্যরকম।
আজ স্বপ্ন দেখতে ইচ্ছে করে তোমায় নিয়ে অন্যভাবে,
আজ স্বপ্নরা সব অপেক্ষাতে তোমায় রাঙাবে বলে।
আমি আনন্দে আনন্দে নেচে বেড়াই তোমায় ভালবেসে,
নিজেকে আজ বড় ভাল লাগে তোমায় ভালবাসি বলে।
তুমি কি ভাবছ পাগল হয়েছি, বলছ একি হল আমার –
বিশ্বাস কর, আজ সকালে সূর্য উঠেছে পাগল হবার।
তোমাকে আজ হাসতে দেখেছি ভোরের আলোতে,
আজ মনে হল সব পেয়ে গেছি তোমায় খুশি দেখে।
তোমার কন্ঠে আজ শুনেছি নূতন দিনের গান,
আজ তোমায় নিয়ে মাতব আমি সারাটা দিনমান।
আজ তোমায় নিয়ে স্বপ্ন দেখব নানারকম সুরে,
আজ তোমাকে রানী করে নিব আমার রাজত্বে।
তুমি কি আমার ভালবাসাকে একটু সাজিয়ে দিবে ?
খুব বেশী না, কেবল তুমি একটুখানি হাসবে।

১,৬২২ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “অন্যরকম তুমি”

  1. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    পড়া নয়, গলা উঁচিয়ে নিজেকে শুনিয়ে শুনিয়ে আবৃত্তি করলাম।
    (ভাগ্যিস রুমমেট নেই এখন - থাকলে কর্কশ কাককন্ঠের জন্য টিটকারি শুনতে হতো 😛 😛 )।

    অনবদ্য বন্ধু অনবদ্য :boss: :boss: ।


    Life is Mad.

    জবাব দিন

মওন্তব্য করুন : ফৌজিয়ান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।