বৃষ্টির আনন্দ

আজ সকালে সবুজ টিপ পরবে বলে –
খুঁজে দেখ সব টিপ আছে, তবে সবুজটা নেই।
খোঁপা বাঁধবে বলে ধরে রাখছ চুলের গোছা –
অথচ কেন যেন খোঁপাটা বাঁধছে না কিছুতেই।
আজ সারাটা রাস্তা নিস্তব্ধ, নেই কোন রিক্সা
রোদে পুড়ে ঘামছ তুমি, আর জ্বলছ রাগে –
দিনের শুরুতে সবকিছুতে না, শঙ্কা জাগে মনে
কার মুখ দেখে যে ঘুম ভেঙ্গেছে –
ভাবতে গিয়ে দেখ ঘুম ভেঙ্গেছে আয়নায় মুখ দেখে।
দুপুরে ক্যাফেতে ভীড় তাই বিরক্ত মুখে না খেয়ে
রাস্তায় হাঁটছ তুমি, হঠাৎ মেঘের ডাক শুনলে;
ঝমঝম করে নামল বৃষ্টি, তুমি নেচে ওঠো আনন্দে
– আজ বৃষ্টি হবে বলেই সবকিছু ছিল উল্টা ছন্দে।

১,৬৫৩ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “বৃষ্টির আনন্দ”

  1. তানভীর (৯৪-০০)

    মাহফুজ ভাই, এই ব্লগে স্বাগতম। :hug:

    কবিতাটার প্রথম দিকে ভাবতেসিলাম আপনি নিরাশাবাদী, পরে দিলেন তো মোড় ঘুরাইয়া!

    খুব ভাল লাগল। :thumbup: :thumbup: :thumbup:

    জিহাদ নিশ্চয়ই খুব পছন্দ করবে কবিতাটা। 😉

    জবাব দিন
  2. চমৎকার কবিতা। :clap: :clap:
    সিসিবিতে কবিতা গুলি সাধারনত আমি সযতনে এড়িয়ে যাই। 😀 এইটা একটানে পড়ে ফেললাম। ছন্দের কাজ দারুন লেগেছে। মুগ্ধ হয়ে আছি এখনো। :boss: এমন কবিতা আরো চাই। :thumbup:

    সিসিবিতে স্বাগতম মাহফুজ ভাই। :hatsoff:
    এই কে আছিস , মাহফুজ ভাইকে এক কাপ চা দে। 😉

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    চমৎকার কবিতা। মন ছুঁয়ে গেল। আরো কবিতা চাই। সিসিবিতে কবিতার প্রাধান্য চাই।

    ঝমঝম করে নামল বৃষ্টি, তুমি নেচে ওঠো আনন্দে
    - আজ বৃষ্টি হবে বলেই সবকিছু ছিল উল্টা ছন্দে।

    বৃষ্টি হলে দেশের কথা সবচেয়ে বেশি মনে পড়ে।

    জবাব দিন
  4. রহমান (৯২-৯৮)

    দোস্ত,
    স্বাগতম :hatsoff: :boss: । ব্লগে আরেকজন (৯২-৯৮) ব্যাচ পাওয়া গেল :hug: :guitar: :awesome: । পরে পরিচিত হমুনে 😛 । আগে সাবাসি দিয়া লই :clap: ।

    কোবতে টা দারুন হইছে দোস্ত, লিখতে থাক, আরো লিখতে থাক :thumbup:

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    এতোদিনেও ঠিকমত উদ্ধৃতি দেওয়া শিখতে পারলাম না :bash: :bash: :bash:

    "সিসিবিতে কবিতা গুলি সাধারনত আমি সযতনে এড়িয়ে যাই। এইটা একটানে পড়ে ফেললাম।"

    আমারও একই ঘটনা...ব্লগে স্বাগতম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মান্নান (ও-৮৮৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।