চাকুরে

চাকুরী থেকে রিটায়ার করব বলে সিদ্ধান্ত নিয়েছি বারবার,
প্রতিবারই এক্সটেনশন করে নিয়েছি শেষ পর্যন্ত;
মায়া ছাড়তে পারিনি আজও।
সেই পঁচিশের বসন্তে কোকিল ডাকা এক সুন্দর সকালে
স্বপ্নের জাল বোনা শুরু করেছি, আজও শেষ হয়নি বুনন।
প্রতিদিন সকাল ঠিক ন’টায় চেয়ারটাতে বসি
উঠি ঠিক পাঁচটায় –
মাঝখানে ওই শনিবার আর জুম্মাবার
দম যেন আটকে আসে ছয়শ এসএফটির মুরগীর খোপে,
কখন আসবে রবিবার !
অফিস ক্যান্টিনের আড্ডা আর চা-সিগারেটের ঝড় –
এসব ফেলে চাকরী ছাড়ি কি করে !
পয়ষট্টিতে এসেও তাই আবার করে বসি এক্সটেনশনের আবেদন;
জুনিয়র ছেলেরা আড়চোখে তাকায়,
শুনি ফিসফিসানি – ‘ব্যাটা ভূষণ্ডির কাক’।

৯৫০ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “চাকুরে”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    যত তাড়াতাড়ি পারেন মাহফুজুর রহমান (অবঃ) হইয়া যান। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।