কষ্ট

কষ্টরা বারেবারে আমার বুকে আঘাত পেয়ে যায়;
কষ্টরা আমাকে ভালবাসে তাই
আমাকে ছেড়ে যেতে তাদের কষ্ট হয়।
আমিও কষ্টকে ভালবাসি তাই কষ্টকে আমি কষ্ট দেই;
কেন না কষ্টরা আমাকে কষ্ট দেয়,
কষ্টের বদলে তাদেরকে সুখ কি করে আমি দেই!
আমি কষ্টকে ভালবাসি তাই কষ্টকে পেতে চাই,
কষ্ট আমার বুকে আছে তাই সুখকে ঘৃণা করে যাই।

১,৮১৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “কষ্ট”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    :clap: :clap: :clap: :clap: ভালো ছিল :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. সাল্লু (৯২/ম)

    মামা তোমার ডিসপ্লের ছবিটা চেন্জ কৈরা দাও। পাঞ্জাবি আর ঝোলা নিয়া একটা ছবি তোল। ক্লিন শেভ আর সানগ্লাস তোমার ইদানিংকালের তুমুল কবি পারসোনালিটির সাথে যাইতেছেনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।