ঢাকাজট

( লিখতে চেয়েছিলাম যানজট নিয়ে। হয়ে গেল ………)

(নামটা ফয়েজ ভাইএর সৌজন্যে)

.

ঘণ্টায় একপাক ঘোরে যদি চাকা

বাকি এক ঘণ্টা দাঁড়িয়েই থাকা

এভাবেই বয়ে যায়

কতটা সময় হায়

জীবনের কত আনা যানজটে থাকা?

এর নাম ঢাকা ভাই এর নাম ঢাকা।

.

কেউ বলে “এ শহরে যায় নাকো থাকা

থাকবার উপযোগি আর নয় ঢাকা ।

এ শহর ছেড়ে যাওয়া

সেটাও কঠিন চাওয়া

এ শহর ছেড়ে দিয়ে মুশকিল থাকা”

দিল্লীকা লাড্ডু রাজধানী ঢাকা।

.

কেউ ভাবে “ঢাকাতেই ভালো ইশকুল

ঢাকা ছেড়ে থাকা তাই হবে এক ভুল”

গ্রামে গ্রামে গড়ি নাই

ইশকুল তাই নাই

আমাদের হয়েছে যে এই এক ভুল।

গ্রামে গ্রামে কেন নেই ভাল ইশকুল?

.

পাশ করা ডাক্তার গ্রামে গ্রামে নাই

অসুখ হলেই তাই ঢাকা আসা চাই

অসুস্থ দেহ নিয়ে

ঢাকায় আসতে গিয়ে

রাস্তার কষ্ট ভোগ করা তাই।

পাশ করা ডাক্তার গ্রামে কেন নাই?

  • * * * *

.

পনরো কোটি মানুষ যখন একদেশেতে থাকে

সেই দেশেতে সুপ্রিম কোর্ট একটি কেন থাকে?

সেই দেশেতে সচিবালয় একটি কেন হয়?

কাজ অকাজে ঢাকা ছাড়া চলার কেন নয়?

বাংলাদেশে বিভাগ তো নয় প্রদেশ হওয়া চাই

সকল কাজেই ঢাকা আসা তাহলে আর নাই।

থানা এবং ইউনিয়নের উন্নতিও তাই

এই আমাদের ভাল করে ভাবতে হবে ভাই।

.

*  *  *  *  *  *

.

কোটি কোটি মানুষের ছোট এই দেশে

সব পথ কেন ভাই ঢাকা এসে মেশে?

ডিসেম্বর ২০১০

৮২১ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “ঢাকাজট”

মওন্তব্য করুন : মাহবুব (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।