পূর্ণ কর হাতখানি মোর

পূর্ণ করে দাও গো আমার শূন্য দু’টি হাত

দাও করুণা- দাও মমতা-দাও গো মাগফেরাত।

পাপের বোঝা মাথায় নিয়ে  বাঁচব বল কোথায় গিয়ে

কার দুয়ারে গিয়ে বল পাতব আমার হাত?

দাও করূণা দাও মমতা দাও গো মাগফেরাত।

.

যে হাত আমি মোনাজাতে পাতি তোমার দরবারে

সে হাত যেন কারো কাছে পাততে না হয় দরকারে।

পূর্ণ কর প্রভু আমার যাঞ্চা দিবারাত।

দাও করুণা দাও মমতা দাও গো মাগফেরাত।

.

যেই মাথাটা নত করে সেজদা করি প্রাণটা ভরে

সেই মাথাকে সমুন্নত রাইখো দিবারাত

দাও করুণা দাও মমতা দাও গো মাগফেরাত।

৬ ডিসেম্বর ২০১০

১,৪৫২ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “পূর্ণ কর হাতখানি মোর”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    হামদ ও নাতের সুর সহ শুনতে পারলে ভালো লাগত। কথাগুলো খুব ভাল লেগেছে মাহবুব।

    যেই মাথাটা নত করে সেজদা করি প্রাণটা ভরে

    সেই মাথাকে সমুন্নত রাইখো দিবারাত

    :hatsoff: :hatsoff:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহবুব (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।