গান

ছাত্রদের কন্ঠঃ

দশটি বছর বইয়ের মাঝে হয়ে গেলো পার

অনেক হলো পড়ালেখা ভাল্লাগে না আর।

কলেজ বলে হয়ে রূঢ়

বানাবো তোমাকে বুড়ো

তার আগে তে আমার থেকে পাবে না নিস্তার।


ক্লাস রুমেতে স্যারের মুখে ফোটে শুধু খই

মজা করে খই খেতে চাই কিন্তু পাই না দই।

এসব কথা স্যাররা বোঝে

ছাত্র শুধু অর্থ খোঁজে

একশ তলায় স্যার রয়েছেন আমার হাতে মই।


অবশেষে বাধ্য হয়ে খুলতে হল বই

হাজারো সব কথার ভীড়ে আসল কথা কই?

এসব কথা স্যাররা বোঝে

ছাত্র শুধু অর্থ খোঁজে

একশ তলায় স্যার রয়েছেন আমার হাতে মই।


স্যাররা বলছেঃ

আমরা বলি আয় ছুটে আয় খুলে মনের দ্বার

বইয়ের নিচে চাপা পড়ে মরবো নাকো আর।


কথাঃ সিকদার মাহবুবুল হক

১,৪৪৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “গান”

মওন্তব্য করুন : আরিফ আমীন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।