বন্ধ ঘরের অন্ধকারে আসবে আলো

বন্ধ ঘরের অন্ধকারে আসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

……………

বীভৎস এ মরূর বুকে ফুটবে যে ফুল
জুঁই চামেলী হাস্নাহেনা গোলাপ বকুল
সেই ফুলের গায়ে লুটিয়ে পড়ে হাসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

………………….

শুকিয়ে যাওয়া নদীর বুকে বইবে যে জল
(সেই) নদীর বুকে ঘুমিয়ে আছে সাগর অতল
(সেই) নদীর গায়ে গা মিশিয়ে ভাসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

………..

মৃত আমার এ অন্তরে ডাকাডাকি

উঠতে জ়েগে পারব বল এই আমি কি?

প্রাণে প্রাণে ছোঁয়াচ দিয়ে যাচ্ছে আলো

ওরে আমার চোখের তারা কে নিভালো?

………

মৃত্যুপুরীর কোণায় কোণায় পড়ল সাড়া

প্রাণের নেশায় প্রাণগুলো সব পাগলপারা

প্রাণে প্রাণে ছোঁয়াচ দিয়ে যাচ্ছে আলো

ওরে আমার চোখের তারা কে নিভালো?

………

হারাবো না অন্ধকারে আর কখোনো

ওই যে জীবন ডাক দিয়েছে সবাই শোনো

অন্ধকারের বুকটি চিরে আসবে আলো

ওরে আমার চোখের তারা কে নিভালো?

৭৭১ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “বন্ধ ঘরের অন্ধকারে আসবে আলো”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
    ওরে আমার চোখের তারা কে নিভালো?

    আমার সবচে' পছন্দ হলো এই কথাটা....
    বাকী লেখাটা মোটামুটি,
    কিন্তু স্রেফ এই কথাটাই আমাকে অন্যজগতে নিয়ে গেলো....
    :thumbup:

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহবুব (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।