হাজার ফুল

হাজার ফুলের গন্ধে আমার হৃদয় মাতোয়ারা
আকুল করে- ব্যাকুল করে- করে পাগলপারা
এমন ফুলের ঘ্রাণ
ভরিয়ে দিল প্রাণ
বাজিয়ে দিল আমার প্রাণে কোন সে সুরের ধারা।

হাজার ফুলের রঙ দেখে মোর হৃদয় হল হারা
এক নজরে তাকিয়ে দেখে দূর আকাশের তারা
দেখতে পেত যদি
দাঁড়িয়ে যেত নদী
মুগ্ধ হয়ে দেখত তাদের নিথর জলের ধারা।

পারিনিতো এমন সুবাস মাখিয়ে নিতে গায়
পারিনিতো এমন রঙে রাঙাতে আমায়
(তবু) এমন ফুলের গান
খুলে আমার প্রাণ
সুরে সুরে আজকে আমি জানাবো তোমায়।

সিকদার মাহবুবুল হক
ডিসেম্বর ২০০৯

৬৪৮ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “হাজার ফুল”

    • মাহবুব (১৯৯৪-২০০০)

      @ রায়েদঃ ধন্যবাদ তোমার ফুলের চেয়েও সুন্দর হাসির জন্য 🙂

      @ আয়েশা আপাঃ ধন্যবাদ আপনাকে। 🙂
      কবিতাটি ফুল নিয়ে মাতামাতির নয়।ফুলের মত হওয়ার আকাঙ্খার।

      ফুল = ইতিহাসের কিছু সুন্দর মানুষ

      তাদের কথা শুনলে তাদের মত হওয়ার ইচ্ছে হয়।
      কিন্তু পারি না।
      অন্তত তাদের কথা তো বলতে পারি সবার কাছে?

      এটা অবশ্য লেখা পড়ে বোঝা যাচ্ছে না।
      এটা আমার সীমাবদ্ধতা।

      জবাব দিন
      • আয়েশা ( মগকক) আয়েশা

        না তোমার সীমাবদ্ধতা নয়, এ বরং আমার ব্যর্থতা যে, আমার মন্তব্যে "ফুল নিয়ে মাতামাতি" -এর অর্থটি বোঝাতে পারিনি। বোঝাতে চেয়েছিলাম- ফুলের মেটাফোর বা সিমিলি কত কিছুই হয়! আর কবিরা কি উচ্ছলতার সাথেই এগুলো প্রয়োগ করে আসছে যুগে যুগে। তাই তো -
        " মোরা একটি ফুলকে বাঁচাবো ব'লে যুদ্ধ করি"
        " কাঁটা হেরি ক্ষান্ত কেন হও কমল তুলিতে?"
        " আমি রজনীগন্ধা ফুলের মত ".......ইত্যাদি গান/ কবিতাগুলো এত সমাদৃত হয়ে আসছে।

        জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।