~ বেভুল বিটোভেনে এখন ~

জীবনকে ক্ষ্যাপা ষাঁড়ের শিঙে
আমূল বিদ্ধ করে
দেখতে চেয়েছিলাম
কতোটা রক্তপাত ধারন করে
তার লৌকিক শরীর !

কোষের ভিতর
নুনের পরিমান মাপতে মাপতে
ক্লান্ত জিভের চামড়া খুঁইয়েছি ।
বুঝিনি –
কতোটুকু ছিলো তার ঘাম,
কতোটা রক্তস্নান !

বোধের মরফিনে
ডুবে থাকা অনুভূতির ঢল
তখনো অবাক
ঝরায় অশ্রুজল !

চামড়ার পোষাক খোয়ানো
নাংগা জিভখানা অকস্মাৎ
বুঝে ফেলে অশ্রুতে
জল ও নুনের মিশ্রণ অনুপাত ।

গোধূলির মসৃণ বাতাস জুড়ে
দোলনচাঁপার গন্ধ ছাপিয়ে
বুঝি তাই
জীবনের শরীর থেকে আজ
ভেসে আসে কর্পুরের ঘ্রাণ।

জীবন ! তুমি কি এখন কেবলি
বিটোভেনে বেভুল মৃত্যুর গান !

০৩ নভেম্বর ২০১৫

৩,৩৩৩ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “~ বেভুল বিটোভেনে এখন ~”

  1. ওমর আনোয়ার (৮২-৮৮)

    লুৎফুল ভাই, নতুন করে আর কী বা বলব? এক কথায় অনবদ্য, মেধা-উত্তীর্ণ একটি রচনা! "বিটোভেনে বেভুল মৃত্যুর গান" টি আমিও শুনতে পেয়েছি। তবুও আশাহত নই।


    Pride kills a man...

    জবাব দিন
    • লুৎফুল (৭৮-৮৪)

      অনেক ধন্যবাদ ওমর। কিন্তু ভয়ের ব্যপার হলো এই যে মানুষের নিস্পৃহতা এক ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁচেছে।
      আর এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যা কিছু করনীয় তা নিয়ে কেউ কোনো পদক্ষেপ নেয়া তো দূরের কথা আদৌ ভাবছে বলেও মনে হচ্ছে না।
      কেউ বোধ হয় উপলব্ধি করতে পারছে না যে জুজুর ভয় থেকে সেই জুজু একদিন আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলতে পারে। যে কোনো এক দিন। আর সেই তালিকা থেকে আমরা কেউই এদেশে বাদ পড়ি না, যদি না আমরা সেই চাপাতি হাতে হন্তারকের দলেরই কেউ একজন না হই।

      জবাব দিন
  2. ইশহাদ (১৯৯৯-২০০৫)
    জীবনকে ক্ষ্যাপা ষাঁড়ের শিঙে
    আমূল বিদ্ধ করে
    দেখতে চেয়েছিলাম
    কতোটা রক্তপাত ধারন করে
    তার লৌকিক শরীর !

    নিখিলেশের বন্ধুর আর্তনাদ যেন নতুন করে শুনতে পেলাম, লুৎফুল ভাই



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।