জীবনের কবিতা এক জোড়া অথবা এক জোড়া জীবনের কবিতা

~ চাই খুব অথচ যাই না ~

জীবনের ট্রেনটাকে ধরি, ছুঁই, চড়ি না।
চড়লেই যদি সে টেনে নেয় কোনো গন্তব্যে !
যাওয়ার শখটাই এতো বেশী
যাত্রা শেষ হোক কিছুতেই চাই না।

০৭ সেপ্টেম্বর ২০১৫

~ এমনতরো নীল নয় স্বপ্নীল ~

জীবন এমনতরো কেন হয় !
যাপনের ছাই চাপা তূষ
জ্বলে জ্বলে কেন শুধু এঁকে যায় ক্ষয় !

জীবন এমনতরো কেন হয় !
পৌষের হিম মাখা বিষে
হৃদস্পন্দন বরফকুচিতে জমাট থেমে রয় !

স্মৃতিমুখরতার ক্ষণ লয়,
যাতনার ছবি হয়ে ফ্রেমে
কার্টিজে আকা কষ্টের নীল জলরঙময় !

২৩ আগস্ট ২০১৫

২,৫২৬ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “জীবনের কবিতা এক জোড়া অথবা এক জোড়া জীবনের কবিতা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "যাত্রা শেষ হোক কিছুতেই চাই না" - তবু, যার শুরু আছে, শেষও আছে। মরণেরে, তুঁহু মম শ্যাম সমান!
    "যাতনার ছবি হয়ে ফ্রেমে
    কার্টিজে আকা কষ্টের নীল জলরঙময়" - অসাধারণ!

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    অনেক কিছুই মিলে গেল আমার সাথে।
    দীর্ঘ সময় ওরকমই ভেবে গেছি, ট্রেন ধরার বিষয়টা নিয়ে।
    আজকাল অন্যরকম ভাবতে চাচ্ছি।
    "হোক না যাত্রা শেষ, তবুতো রেলভ্রমনটা হলো। ভ্রমন স্মৃতিটাই সুখ-স্মৃতি হয়ে থাক বাকিটা জীবনের জন্য........."

    চাই বা না চাই, ভাল লাগুক বা না লাগুক "জীবন তো এমনই" - তাই না?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. মাহবুব (৭৮-৮৪)

    প্লাটফর্মে বসে ট্রেনের আসা যাওয়া দেখাও মন্দ না!
    ওনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগছে- মাঝে মধ্যে ডুব মারা ভালো, ডুব মেরে তুলে এনো প্রবাল ও মুক্তো।

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।