~~ একটি অণূ ও একটি পরমাণু কবিতা ~~

~ হিজিবিজি ~

জীবনটা চাইলেই হতে পারতো
শ্লেট পেনসিল ।
চাইলেই …
চাইলেই …

চেয়েছি কি !

আঁকের ওপর আঁকে, এঁকে গেছি
যতোসব !
জীবন তো হিজিবিজি মন্তাজের
জোনাকী !
নাকি !

০৩ জুন ২০১৫ ~ বিকেল

~ মেঘরাত ~

ছিলো চাঁদ, পূর্ণিমাও ।
দৃষ্টিসখ্য পায়নি
শুধু চন্দ্রালোক !

০২ আগস্ট ২০১৫

১,৭৬৫ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “~~ একটি অণূ ও একটি পরমাণু কবিতা ~~”

  1. সাইদুল (৭৬-৮২)

    জীবন তো হিজিবিজি মন্তাজের
    জোনাকী !
    নাকি !

    হ্যা,তাই।

    পরমানুটা আরও সুন্দর। দৃষ্টি সখ্য পাচ্ছেনা কেন? না পাওয়ার জন্যেই, কবিতাটা তিন লাইনেও জমজমাট


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।