~ জলরং মাখা চাঁদ ~

আকাশেতে জাদুমাখা ছিলো কি ?
অমন রঙ্গীন মেঘের ক্যানভাসে
আঁধার ভাসিয়ে দেয়া চাঁদ
রাতময় মাতোয়ারা হলে পরে,
রূপোলী শিশির ফোঁটার মতোন
বুনো ঝোঁপ লাউডগা মেঠোপথ
ঘাসেদের গায়ে মেখে নীল কল্পলোক
মায়ার মোহন গল্পের রাত জুড়ে
আঁধারের কাঁপা কাঁপা হাত ধরে
কাঁচভাঙ্গা হেসেছিলো জোনাকী ?

০১ জুন ২০১৫
[ ছবিস্বত্ত্ব ~ তরিকুল লাভলু ]

Ranga Megh Rupali Chand

১,০০০ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “~ জলরং মাখা চাঁদ ~”

  1. পারভেজ (৭৮-৮৪)

    মনে হলো, জীবনানন্দময়তা
    লুকোবার নেই কোন রাখঢাক।
    বরং উদ্ধত আহ্বান -
    আমিও জীবনানন্দাহত হবো :
    কার কি আর এসে গেল তাতে.....


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।