ইচ্ছেদ্রবণ : ডুবি সারাক্ষণ

ইচ্ছেগুলো কেমন যেনো লাগছে ভীষণ ভারী !
মনের আকাশ জুড়ে মেঘেরা খুব করছে বাড়াবাড়ি !

বুকের নোঙ্গর ছুঁয়ে জলের বলো এ কেমনতরো ধারা !
প্রিয় স্পর্শ পেলেই কেবল মুক্তো দানা হয়ে অবাক গড়িয়ে পড়া !

আবেগ সূতোয় চাই ওরে যতো গাঁথবো অনুক্ষণ ।
স্ফটিক শাদার বিম্বে সে ততো ভাঙ্গে যখন তখন ।

বলো ! জলের সঙ্গে যদি তোমার অমনতরো জেলাসী !
তবে মেঘের সংগে কেমন করে সখ্য ফাসকেলাসী !

১,৩৬৮ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ইচ্ছেদ্রবণ : ডুবি সারাক্ষণ”

  1. সাইদুল (৭৬-৮২)

    জলের সঙ্গে যদি তোমার অমনতরো জেলাসী !
    তবে মেঘের সংগে কেমন করে সখ্য ফাসকেলাসী

    অনবদ্য


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    লুৎফুল ভাই,
    যাক শেষ পর্যন্ত এখানে লিখতে পারছেন। স্বাগতম!
    আপনার পুরনো লেখাগুলোও দিয়ে থাকুন ধীরে ধীরে।

    আর এ লেখার প্রতি মুগ্ধতা আবারো পেশ করে গেলাম।

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    প্রথমবার পড়ে তাড়াহুড়োয় তেমন ভাল বুঝি নাই। তাই কিছু লিখি নাই।
    আজ সময় নিয়ে বার কয়েক পড়লাম, বুঝলাম, লিখলাম।
    ভাল লেগেছে...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : অরূপ (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।