অগম্য নৈকট্য

এই খরতপ্ত দিনে জল
তবু মেঘের শকটে চড়ে
একবার ছুঁয়ে যায় তোমাকে ।

আমার স্পর্শইচ্ছে
পারে কি আদৌ অতোটা
অর্ঘ্যনৈকট্যে যেতে !

১,০০১ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “অগম্য নৈকট্য”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    ইচ্ছের বেশ আবেগী অনুসন্ধিৎসা। অনেকটা 'যাও মেঘ বলো তারে' এর মত আবেগমাখা।
    'মেঘবালিকা' নামে আমারও এ ধরণের একটা কবিতা আছে। অদূর ভবিষ্যতে এখানে দেয়ার ইচ্ছে রইলো। তবে প্রথম পাতায় দুটোর বেশী ঠাঁই পায়না বলে অনেক ক'টা দিন গুনতে হবে বলে মনে হচ্ছে।

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    খুবই মজা পেলাম, কয়েকদিন আগে আমি লিখেছিলামঃ

    বৃষ্টি তোমায় ছুঁয়ে দিতে পারে
    ছুঁয়ে যায় , জল হাওয়া
    আমার জন্যে থোক বরাদ্দ
    অনিমেষ পথ চাওয়া

    ভাবের দিক দিয়ে কত কাছাকাছি l

    লুতফুুল, আমি তোমার ভক্ত হয়ে যাচ্ছি


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।