পুঁইশাক- এঁচোড়- শসা

ডিসক্লেইমারঃ আমার সৌভাগ্যে কেউ যদি ঈর্ষান্বিত হন, তাহলে আমার কিসসু করার নাই। পারলে নিজের দুলাভাইরে কলেজের প্রিন্সিপাল বানান গিয়া। আমার লগে পার্ট নিয়া লাভ নাই।
অফ টপিকঃ ভাবছিলাম ট্যাগ এ “রাজনীতি” দিব। সাহস হইল না।
———————————————————————————————————————
গতকাল দুপুরে বাসায় গিয়ে দেখি লাঞ্চে জটিল সব আইটেম। শসা দিয়ে চিংড়ী, পুঁইশাক-ডাল, এঁচোড় দিয়ে গরুর মাংশ, ইত্যাদি, ইত্যাদি। ঝাঁপ দিয়ে খাইতে বসলাম। আম্মু দেখি মিটিমিটি হাসে। কারণ শুনে বিদিক এক লাফ দিলাম।

এই শসা, কাঁচা কাঠাল, পুঁইশাক নাকি সরাসরি কলেজ থেকে আমদানিকৃত। আহ, খাইয়া কেমুন জানি শান্তি পাইলাম। আহ, কী স্বাদ?!! জীভ জুড়িয়ে গেল। ভাবলাম এই অমৃত একা কেমনে খাই। ফোন করে আমার পেয়ারা বন্ধু আব্দুল্লাহরে ডকলাম।

তারপর……………, দুইজন মিলে অনে———–ক দিন পরে কলেজের ডিনার করলাম।

পরিমান অল্প ছিল তো, তাই সবাইরে ডাকতে পারলাম না। ছরি, নিজগুনে ক্ষ্যামা দিয়েন।

২,৯৫১ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “পুঁইশাক- এঁচোড়- শসা”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    অনেক অ...নে...ক কিছু বুঝতে পারি নাই। এই যেমন ধর, ট্যাগে সিলেট দিছ ক্যান? রংপুর দাও নাই ক্যান?

    আরও কি কি জানি বুঝতে পারি নাই 🙁


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)
    আমার সৌভাগ্যে কেউ যদি ঈর্ষান্বিত হন

    আমি ঈর্ষান্বিত হইছি। :grr:

    এবং এই কারণে তোমার দুলাভাইয়ের ব্যান চাই। :grr: :grr:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  3. ইউসুফ (১৯৮৩-৮৯)

    :dreamy:এই দুলাভাইকে যদি কলেজে থাকতে দুলাভাই ডাকতে পারতাম.....তাহলে আমার (সাথে আমার মত মার্কামারা আরও অনেকের) জীবনটা একটু সহজ হত।

    উনি আবার আমাদেরই এক্স ক্যাডেট
    আমাদের সময়কার এডজুটেন্ট
    এবং আমাদেরই এখনকার প্রিন্সিপ্যাল.....

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।