বাঁচতে হলে লিখতে হবে!

অনেক বছর হয়ে গেছে লিখিনা, আমিও যেন লেখা ভুলে গেছি! বারবারই লেখার কথা ভাবলে আমার হারানো ডায়েরী টার কথা মনে পড়ে, স্ট্যান্ডিং অ্যাট দি এজ পার্ট ২ এর কথা মনে পড়ে, এখকারশনের সাত দিনের যত গল্লপ মনে পড়ে। আমার মনেও নাই কি কি লিখেছিলাম। এগুলা ভাবলে আর লেখার ইচ্ছে হয় না। কিন্তু সত্যি বলতে কি, এক অজুহাত দিয়ে কত বছর নিজের থেকে পালানো যায়? সবাই নাহয় বিশ্বাস করছে, আমি নিজেকে কি বলে সান্তনা দেব? যে আসলেই আমি আর কোনদিন কিছুই লিখতে পারবোনা? মহাকবি তো ছিলামনা কোনদিন, দুনিয়া কাঁপানো কোন গল্পও লিখে ফেলিনাই!

তাহলে ভাঙ্গাচোরা এই হাতে ফের লিখতে ক্ষতি কি?

আমি জানিনা সিসিবি তে এখনো সেরকম জনসমাগম হয় কি না। জানিনা আগের সেই মানুষ গুলো আছেন কি না। কতো ভাই আপাদের সাথে কতো দিনরাত কোন না কোন পোস্টে কমেন্ট কমেন্ট খেলায় পরিচয়, কত সখ্যতা! সেই চেনা মুখগুলো কে না, ফেসবুকে চিনিনা! কি অদ্ভূতভাবে আমরা এই অসাধারন ফোরাম টা থেকে ফেবু তে পাচার হয়ে গেলাম?

হয়তো আর কেউ হয়নাই, খালি আমি ই। হয়তো এখানে অনেক অনেক নতুন মুখ এসেছে! হয়তো হাজারো নতুন লেখায় গিজগিজ করছে সিসিবি এর হাউস!

ফিরে আসা দরকার। নাড়ির টান অনুভব করছি।

কি নিয়ে লিখবো বুঝে পাচ্ছিনা। কিন্তু লিখবোই!

সেদিন সিসিসিএল এর বইমেলায় স্টলে বসে দেখলাম কতো ভাইয়া ভাবী আপাদের বই! আর সেই সাথে সেই বইগুলোর লেখক দের ও! দেখে খুব মনে হচ্ছে যে বইপাগল , লেখালেখি পাগল, নিজের জীবনটা কে সবার মাঝে বিলিয়ে দেবার পাগল একটা বিশাল ক্যাডেট সম্প্রদায় কোনভাবে আমার চোখ এড়িয়ে গিয়েছিলো, খুঁজে পেয়েছি!

আজকের সিসিবি কে যারা বাঁচিয়ে রেখেছেন, আমার জন্যে দোয়া করবেন আমি লিখতে চাই!!
কারন যে লিখতো সে ই আমি। এই আমি আমি না!

৫ টি মন্তব্য : “বাঁচতে হলে লিখতে হবে!”

  1. পারভেজ (৭৮-৮৪)

    আমার ধারনা, লেখক পাঠকের অভাবে সিসিবি খুড়িয়ে খুড়িয়ে চলছে।
    আগের স্টার লেখকরা নেই বললেই চলে।
    যারা একটু প্রতিষ্ঠিত লেখকের কাতারে চলে গেছে, তারা আরও নেই।
    সিসিবির অবস্থা অনেকটা
    "সুরা নাই পাত্র হাতে কাঁপিতেছে সাকি"-র মতো
    পাঠক নাই লিখা হাতে কাপিতেছে লেখক.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : লুবজানা (২০০৫-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।