রেস্ট ইন পিস আমার অন্য সত্বা…

রাত বাজে ১.২২ মা রাগারাগি করছে ঘুমাতে যাবার জন্যে। আর আমি পাগল হয়ে খুঁজছি আমার কলেজের ডাইরী টা।
আমার কলেজে থাকতে লেখা সব কথা, সব স্বপ্ন।
ভার্সিটির এক বন্ধু বলেছে আমি বাংলা পারিনা। তাকে একটু শো অফ না করলে তো আর হয়না তাই ব্লগের লিঙ্ক দিলাম।
স্রোতের মতোন চারিদিকে ঘিরে ধরলো আমাকে হারিয়ে আসা দিনগুলি।
হারিয়ে আসাই বটে। ফিরে পাবার নয় যা- হারিয়ে আসাই তো নাকি?
লিখতে পারিনা আর এখন। এনার্জি হয় না, সময় হয়না, সুখ হয়না, টানে না আর। মনের কোনায় কোথাও ঘোর অপরাধ বোধ টা কুরে কুরে খায়। এভাবে নিজ হাতে মেরে ফেলেছি নিজের আরেকটা সত্বা কে। আমার একটা ক্রিয়েটিভ সত্ত্বা ছিলো। ছবি আঁকতো, গান করতো, লিখতো। সে মারা গেছে।

সেই সত্ত্বা টা ভালো ও বাসতো।
এখনকার টাও বাসে। কিন্তু প্র্যাক্টিকালি। আবার অবুঝ ভাবেও বাসে। ভালোবাসার জোর বোঝে, ধরন বোঝে না। তাই বন্ধুত্ব কে প্রেম, প্রেম কে বন্ধুত্ব আরো কতো কি গুলিয়ে খেয়ে বসে আছি এই রাতে।
মা মনেহয় হাল ছেড়ে ঘুমিয়ে গেল।
আজ আছে অনেক কিছুই আমার, বৈষয়িক যা মানুষ শত সাধনায় পায়না।
নেই আমার অবুঝ হয়ে, বোকার মতোন কিছু একটা করার সাহস। নেই অই পাগলামো করার মতোন সহজ সব।
থেমে যচ্ছে হাত আমার। লেখা শেষ। কিছু বলতেও পারিনা আজকাল ঠিকমতন।
স্রষ্টা আমায় প্রান দিক।

৮৯০ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “রেস্ট ইন পিস আমার অন্য সত্বা…”

  1. মামুনুর রশীদ খান(২০০১—২০০৭)

    "আমার একটা ক্রিয়েটিভ সত্ত্বা ছিলো। ছবি আঁকতো, গান করতো, লিখতো। সে মারা গেছে।"
    গান করাটা বাদ দিয়ে বাকি সব মিলে গেছে!
    সময় সারায়ে দেয়
    সময় সারা করে দেয়
    সময় হারায়ে দেয়,
    কিন্তু আমরা কি হারি?
    আমরা সময়কে আবর্জনার মত ছুড়ে ফেলে সামনে এগিয়ে যাই,আমরা যাব।
    কাজেই শুরু থেকেই শুরু হোক। 🙂


    ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক

    জবাব দিন
  2. মামুনুর রশীদ খান(২০০১—২০০৭)

    হাই ফাইভ সিক্স যা ইচ্ছা লও। 😀
    তবু তো গান গাচ্ছ। সেটাই বা কম কিসে?
    আমি কিছুই করি না।
    গান শুনি আর মুভি দেখি। তাও সময় হচ্ছে না ইদানীং। তবু জোর করেই দেখছি। মাশুল দিচ্ছি।ফেল করছি।আক্ষেপ নেই।গায়ে লাগে না। ক্যাডেট তো! তাও পাবনা! 😀


    ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ন আর ণ একটু চেক কইরা দেইখো তো, সেই সাথে শ্রষ্ঠা স্রষ্ঠা শ্রষ্টা স্রষ্টা ভাবতেছি। (সম্পাদিত)


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : লুবজানা (২০০৫-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।