শেষ কথা…

ভ্যাকেশন শেষ!
ভাবতেই কেমন জেন লাগছে, এই ছুটিটা যে কিভাবে শেষ হয়ে গেল…খুব অবাক লাগছে।আবার ফিরে যাচ্ছি সেই চিরচেনা ম.গ.ক.ক এর প্রাঙ্গনে।আমার চিরচেনা হাউস, ডাইনিং হল আর ক্লাসরুমগুলা, কেন যানি বুঝিনা, আমার এতো বড় হয়ে যাবার পর ও কেনো জানি যেতে ইচ্ছা করেনা। আগে মাকে বলতাম, কান্নাকাটি করতাম, এখন তা ও পারিনা।
যা হোক, এবার তো ১২, পড়াশোনা করতে হবে অনেক, ছ্যাঁকা যা খাওয়ার খেয় ফেলছি…আর চাইনা! আমি দোয়া চাওয়ার জন্যেই আসলে বসলাম, কি আর করবো! খুব মনে পড়ছে ছুটির মজা গুলি…আর কষ্টগুলিও…।
থাক সেসব কথা, আম্মু তাড়া দিচ্ছে, তাই এখানেই বিদায় পর্ব শেষ করা যাক।

১,৪৩৩ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “শেষ কথা…”

  1. ইমরান (১৯৯৯-২০০৫)

    তুমি তো দেখি আজব, আমার তো বাসাতে আসলে প্রথম কিছুদিন ভাল লাগতো,আর কলেজে যাওয়ার আগে তো অনেক ভাল লাগতো যে অনেকদিন পর সবার সাথে দেখা হবে আর মজা হবে.....মন খারাপ কইরো না...


    রঞ্জনা আমি আর আসবো না...

    জবাব দিন
  2. শাহরিয়ার (২০০৪-২০১০)

    ওই,কীবোর্ড কিনলা কবে???কোন ব্র্যান্ড?????আর বিদায়......ভালো থেকো ধরা খেয়ো না আবার!আইসিসি এল এম এম এ দেখা হবে .........


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন

মওন্তব্য করুন : khalid (1998-2004)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।