নিজেকে চিনতে চাই

মাঝে মাঝে বড় সাধ হয়
অন্যমানুষ হয়ে যাই, জীবনটা
ঢেলে সাজাই, একেবারে গোড়া থেকে।
আর দশজনের সাথে আমিও
অর্থহীন আড্ডায় মেতে উঠি।
প্রায়ই ভাবি, এবার ঠিক ঠিক
নিজ জাত, কুল বংশ পরিচয়-
সব মুছে, ধুলিস্মাৎ করে দেব।
নতুন পরিচয়ে নিজেকে চিনবো
ঠিক বিপরীত,যা আমি নই
তা হয়ে পরখ করেই দেখা যাক!
নিজের গিরগিটির মতো রঙিন খোলস
বদলে ফেলি, হয়ে যাই অন্য আমি
জনস্রোতে মিশে আমিও উচ্চারন
করি অর্থহীন কতিপয় প্রলাপ।
একবার, শুধু একবার অন্য মানুষ-
হয়ে দূর থেকে নিজেকে দেখি
হয়তো, তাহলে নিজেকে চিনতে পারবো।

৬.০২.১০

১,৩৮৩ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “নিজেকে চিনতে চাই”

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।