আবার আমিঃ নতুন ছুটি নতুন কথা

এসে পড়েছি আবার! অনেক লেখা জমে আছে, পড়াও অনেক… সব্বার দোয়া চাই!

বিস্মৃতি
তেপান্তরের দূর্গ মাঝে
কঠিন কারাগার
চারপাশে তার কঠিন সাগর
নেইকো পারাপার
কোন সে পাষাণ সূখ দেবতার
বন্দিনী রাজকন্যা
সূখের মায়ায় ভিলিয়ে দেয়া
মনের আনাগোনা
মিথ্য সুখের অন্ধ মোহে
বৃথাই ছোটাছুটি
মিথ্যে হাসা, গল্প বলা
মিথ্যেই খুনসুটি
আজকে তারও পড়েনা মনে
যুগান্তেরও আগে
ভুলিয়ে দেয়া সুখের স্মৃতি
স্বপ্ন মতন লাগে
সেই কন এক রাতের স্মৃতি
বাঁধভাঙা সেই চাঁদ
ভালোবাসায় ছুঁয়েছিলো
অচেনা এক হাত
একটি দুটি কথায় কথায়
হাজার কথা বলা
মনের মাঝে জট পাকানো
দুঃখগূলো খোলা
চোখের পরে রাখতে আঁখি
পরাজয়ের গ্লানি
তবুও সেই উষ্ণ আবেগ
আপন কতোখানি!
আজকে সেসব সুদূর সুদূর
জীবনের ওপার
গুণতে প্রহর ভুলেই গেছে
রাজকন্যা তার!
তবুও আলোড়নে দোলায়
নিভু নিভু আশা
দুঃখে পাথর হয়ে যাওয়া
অবুঝ ভালোবাসা।

১,১৭০ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “আবার আমিঃ নতুন ছুটি নতুন কথা”

  1. আশহাব (২০০২-০৮)
    তবুও আলোড়নে দোলায়
    নিভু নিভু আশা
    দুঃখে পাথর হয়ে যাওয়া
    অবুঝ ভালোবাসা।

    :clap: :clap: দারুন


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    আফা,
    অনেক লিখা আছে মানে কি? কলেজে বইসা কি লিখা জমা দেয়ার জন্য লিখা জমাও?পড়াশুনাটা বাদ যেন না যায়।গাড়ি ঘোড়া চড়তে হবে না?


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : রুম্মান (১৯৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।