ছন্নছাড়া কথাবার্তা!

খুবই হাসি পাচ্ছে!সারাদিনই মোটামুটি পড়াশোনা নিয়ে ছোটাছুটি, তবুও আমার জানের জান কম্পুটার সামনে বসলেই মা সে কি রাগ, সে কি বিরক্ত! ১৫ মিনিট না হতেই বলে “উঠো, অনেক্ষণ হলো!” বেচারা লেখাগুলো কান্নাকাটি করে মরছে! ভেবেছিলাম তাও যদি আমার এই শৈল্পিক বিকাশে(!)তার একটু মন গলে! নাহ, কিছুতেই কাজ হচ্ছেনা। কি যে করি, বুঝতে পারছিনা। সারাদিন বই এ মুখ গুঁজে পড়ে থাকলে নিশ্চিত আমার মৃত্যু হবে! রাসায়নিক সাম্যাবস্থা পড়তে বসে নিজের সাম্যাবস্থাই বেসামামাল হয়ে উঠেছে!৪৫ মিনিট বইয়ের পাতা উল্টিয়ে গেলাম, তারপর ব্যার্থ হয়েই বই বন্ধ করলাম।আচ্ছা এস.এস.সি র পর কি সবাই এমন গা ভাসানো টাইপের হয়ে যায়? আগে এ প্লাস না পেলে কি যে গায়ে লাগতো! আর এখন?? বাবা! পাশ করলে বাঁচি! কিন্তু এটাকে কিভাবে ঠিক করা?ইন্টারমিডিয়েট নিয়েও তো খুব চিন্তা হয়! এভাবে তো জীবনেও ভালো করবোনা। চোখের পানিতে ভেসে যাবে বুয়েট, আই.বি.এ ইত্যাদি ইত্যাদি…।আর ভাল্লাগেনা, সহজ কোনো ফাঁকিবাজির সিস্টেম শিখতে চাই। কিন্তু মনেহয় মা ঠিক ধরে ফেলবে! আমার মা আবার বেশীই সচেতন!! কি করবো??

২,৫০৪ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ছন্নছাড়া কথাবার্তা!”

  1. আছিব (২০০০-২০০৬)

    না রেজওয়ান ভাই,আমি ১ম........ 😀 ..
    বোন রে,বাইরের দুনিয়া হেভী টাফ 🙁 ,টক্কর দিয়ে চলতে হবে।কষ্ট করে একটু পড় :-B একটা সময় ভাল লাগবে,ফাঁকি বাজি শিখে নিজেরেই ফাঁকি দিও না :no:

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)

    টার্গেট নিয়ে লেখাপড়া করলে মনে হয় ব্যাপারটা একটু সহজ হয়ে যায়, অন্তত আমার জন্যে হয়েছিলো। টার্গেট নাও যে প্রতিটা পেপারে গড়ে ৫/১০ নম্বর বেশী পেতে হবে আগামি টার্মে। এখন বাংলা বা ইংরেজিতে ৫/১০ নম্বর বাড়ানো অংক বা পদার্থ বিজ্ঞান বা রসায়নে ৫/১০ নম্বর বাড়ানোর চাইতে কষ্ট ...... তাই অংক বা পদার্থ বিজ্ঞান বা রসায়নে একটু বেশি বাড়ানোর টার্গেট করো ...... অল্প অল্প করে আগানোর চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়। তোমার তো এখনো এক বছরের মতন সময় আছে ...... ইনশাল্লাহ সমস্যা হবে না ...

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    পড়াশুনা নিয়া কাউরে কোন উপদেশ দেয়ার যোগ্যতা আমার কোন কালেই ছিল না। আমি বরং তোমাকে 'থ্রি ইডিয়টস' দেখতে বলতে পারি। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    বাংলা ইংলিশ তো বানাইয়া বানাইয়া লেখা যাবে...
    খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর একটু একটু অপশনাল সাবজেক্ট পরলেই তো হবে।
    আর পরিক্ষায় কি কি আসবে সেটা মোটামুটি অনুমান করা যায়(সিনিয়রদের কাছ থেকে সাজেশন+ নিজের 'ঝরে বক মারা')।
    so....

    জবাব দিন
  5. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    গুরু,কি যে বলেন?!আমার উপদেশ আপনার কাজে লাগবে?
    :grr: আমার উপদেশ না,অনুরোধটাই তো রাখলেন না :((
    কতবার কইলাম ঐ সব :just: frnd ছাইড়া দেন
    যাই হোক...এখন কিন্তু আবার পাঙ্গাইয়েন না।নতাহলে কিন্তু ধারাল bull-fish'র ছবি দিমু না :))

    জবাব দিন
  6. পড়ার আসল টাইম তো হলো এডমিশন টেস্ট এর আগের মাস গুলা।এস এস সি,এইচ এস সি তে তো ভং চং দিয়েই এ+ পাওয়া যাই,তাই আরাম আয়েশ করে পড় এখন,ব্যপার না!আমি এই জীবনে সত্যিকার অর্থে নিজ দায়িত্বে পড়ছি মনে হয় শুধু এডমিশন টেস্টের আগের ৩ মাস।চিন্তার কিছুই নাই বেহেনা 😉

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      পড়ার আসল টাইম তো হলো টেস্ট এর পরের মাস গুলা।তবে এখন থেকেই প্রস্তুতি নাও; চাইলে তানভীর ভাইয়ের কাছ থেকে সাজেশন নিতে পারো। 😛


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
      • তন্ময় (২০০৬-২০১২)

        রকিব ভাইয়ের সাথে এক্মত।আমি ssc দিয়া আইলাম,পরছি খালি test এর পরের কয়দিন।যদিও বুঝি hsc এর syllabus অনেক long তবুও মনে হয় ক্যাদেত যখন হইস তখন ব্যাপারনা,ইনশাল্লাহ ভাল রেসাল্ট হবে।so tension বাদ দিয়া :guitar: :guitar: বাজাইতে থাক.......।


        চলো বহুদুর.........

        জবাব দিন
      • তন্ময় (২০০৬-২০১২)

        রকিব ভাইয়ের সাথে একমত।আমি ssc দিয়া আইলাম,পরছি খালি test এর পরের কয়দিন।যদিও বুঝি hsc এর syllabus অনেক long তবুও মনে হয় ক্যাদেত যখন হইস তখন ব্যাপারনা,ইনশাল্লাহ ভাল রেসাল্ট হবে।so tension বাদ দিয়া :guitar: :guitar: বাজাইতে থাক.......।


        চলো বহুদুর.........

        জবাব দিন
  7. আহমদ (৮৮-৯৪)

    কইতে এখন আর লজ্জা নাই যে আমি রসায়ন ২য় পত্রে কোনরকমে পাশ করছি। ৩ ইডিয়টস দেখার অনেক আগেই বুঝছিলাম যে যারে যেইডা স্যুট করে তার সেই লাইনেই যাওয়া উচিত।

    অফ টপিকঃ সাইন্স নিয়ে পড়া ছিল আমার জীবনের চরম বোকামীগুলোর মধ্যে একটা।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  8. মামুন (০০-০৬)

    " পড়ার আসল টাইম তো হলো টেস্ট এর পরের মাস গুলা " :boss: :boss:
    এইটাই আসল কথা.......আমি নিজেও এই কাম করছি 🙂 🙂
    so no tension..........খালি এক্টু chemistry 2nd এর দিকে খেয়াল রাখতে হবে।

    জবাব দিন

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।