টানাপোড়েন

দ্বিধায় আছি, দ্বন্দে আছি
অজানা সুর ছন্দে আছি
আছি অবাক মোহে মায়ায়
কিংবা শীতল গাছের ছায়ায়
জগৎ জুড়ে আগুন জ্বলে
তবুও হৃদয় সিক্ত জলে
অবাক দ্বন্দ!পাইনা ভাষা
কোনটা আমার মনের আশা?
বুঝবো যবে,কি আর হবে,
থাকবে সময়, না ফুরাবে?
সহজ নাকি সঠিক খানা
ভুলবো, নাকি মানবো মানা?
প্রশ্ন অনেক, দুঃখ বেজায়
অন্তর মোর জলে ভেজায়
আবার জ্বালে নতুন আগুন
ঘোর বর্ষায় যেন ফাগুন
জানিনা ঠিক মনটা কি চায়
জল না আগুন, কোনটাকে হায়
করবো আপন এদের কাকে
ভুলব নাকি অন্য ডাকে?
থাক, যা হবে হোক না, ভাবি
তবুও আবার খাচ্ছি খাবি
অথই আমার অগ্নি সাগর
সদাই এমন চিন্তা বিভোর
হৃদয় খানা, বাঁধ মানেনা
সব চেনে ঠিক, তাও চেনেনা
সবই বুঝি, সঠিক, বেঠিক
তবুও যেন ভুলটাই ঠিক
ধুর!কি যে হয়, কেমনে বলি
কোন পথেই বা আজকে চলি?
আকাশপানে চেয়ে চেয়ে
আর কতদিন রাত কাটিয়ে?
অশান্ত মন, নির্ঘুম চোখ
কাব্য লেখার নতুন যে ঝোঁক
সদ্য গড়া হৃদয় বাঁধন
এই নিয়ে রোজ শতেক কথন
ঠিক জানিনা, ভুল বুঝিনা
কত্তো কথা…তাও জানিনা।
কাকে কিংবা কাদের নিয়ে
দিনগুলো মোর যায় পেরিয়ে
আবার বসে সময় গুনি
দ্বন্দ দ্বিধার স্বপ্ন বুনি

হয়তো সে এক উজ্জ্বল দিন
স্বর্ণালী রোদ, জগৎ রঙিন
যেদিন আমি ঘোর ভাঙাবো
নিজেকে ফের ফিরে পাবো
দ্বন্দ দ্বিধার হোক অবসান
এই বুঝি চায় আমার এ প্রাণ
কিন্তু নানা! এইটাও ভুল
মনটা ভেবে পাচ্ছেনা কুল
নির্বাণ চাই? নাকি আবার
নতুন করে বিভোর হবার
একটি নতুন প্রসঙ্গ চাই
যাতে আবার নিজেই হারাই
সঠিক কি ভুল, থাক অজানা
হোক না এবার বাঁধ না মানা
দ্বিধার মাঝেই ভুল হয়ে যাক
দিনগুলো নয় ভুলেই কাটাক
আগুন মাঝে হৃদয়খানি
স্বপ্ন তুলির আঁচড় টানি
কিংবা অথৈ জলে শেষে
যায় যাবে মন,যাক না ভেসে
তবুও নাহয় হোক একবার
হবে এপার, না হয় ওপার।

১৪.১০.০৯

১,৫৯৬ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “টানাপোড়েন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    দারুণ। স্রেফ দারুণ।

    শুধু তোমার ছড়াটায় মন্তব্য করতে লগ-ইন করেছি।
    অনেকদিন পর ছড়ায় এতো সুন্দর ছন্দ পেলাম।
    এতোদিন মনে হতো সিসিবিতে শুধু জিহাদ হারামিটা পারে এমন ছড়া লিখতে।
    কিন্তু এখন মনে হচ্ছে ও কে টেক্কা দেয়ার মতো কাউকে পাওয়া গেল।

    লিখতে থাকো।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : জাহিদ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।