নতুন হাওয়ায় হারিয়ে যাওয়া

যুক্তিবাদী মানুষ যখন প্রলাপ বকতে থাকে
আনাড়ি লোক তুলি হাতে মনেরই ভাব আঁকে
বেসুরো সেইছেলেটা আজ প্রাণ ঢেলে দেয় গানে
সুর তাল নেই, তবুও আজ কি খুশি তার প্রানে!
আকাশ, বাতাস, নদী, ধরা, গাছের কচি ডাল
সবচে’ বেশি লাল মনেহয় সুর্যাস্তের লাল!
সবকিছু আজ চমক ভরা,নতুন নতুন লাগে
গাংচিল সব ডাক দিয়ে যায়, উড়তেও সাধ জাগে
অযুক্তিকর কথাগুলোই বেশী লাগে ভালো
অন্ধ ঘরেও হৃদয় কেমন ছড়ায় চঁআদের আলো
আবোল তাবোল বকতে থাকে শান্ত যে যন ছিল
চঞ্চলা আজ চুপটি বেজায় কে জানে কি হলো?
নিরস মানুষ আজ দেখা যায় পড়ছে উপন্যাস
আজকে তার অ ভালই লাগে বক সাদা ওই কাশ
বৃথাই ক’জন কাব্য লেখে,ছন্দের নেই ঠিক
চেনা পথেই পথচারী পায়না খুঁজে দিক
সব মনে আজ ঋতুর নাচন, ফাগুনের এই বেলা
সবই সবার মনের মাঝে,নিত্য করে খেলা।

১৩.১২.০৯

৮৮৫ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “নতুন হাওয়ায় হারিয়ে যাওয়া”

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।