একটি ছোট গল্প

ছুটি শুরু হলো……অনেক কিছু করতে হবে এবার! সব্বার দোয়া নিয়ে শুরু করি নতুন বছর!

খুব ঝড়ো এক গভীর রাত
অনেক বছর আগের কথা
একটি করুন আর্তনাদ
ভাঙলো সকল স্তব্ধতা।
কি যাদু সেই করুন সুরে
ব্যাথায় কাতর এক মানবী
বাঁধলো হৃদয় নতুন ডোরে
আঁকলো প্রেমের অবাক ছবি!

হয়নি দেখা তখনো ঠিক
দেখতে কেমন চোখদুটো
তবু ও চোখেই পায় খুঁজে দিক
হাসির ঝিলিক,একমুঠো
একফোঁটা সুখ,একটি রতন
একটুখানি স্পর্শে তার
উঠলো হয়ে চঞ্চল মন
হারিয়ে যদি যায় আবার?

হারানোর নয়, এ যে আপন
ভালবাসার বন্ধনে
জড়িয়ে পড়া দুটি হৃদয়
অবুঝ, কচি আনমনে।
মূক সে মানুষ, মূর্খ বেজায়
সেই মানবী টললো না
কষ্ট পেল, আঘাত পেয়েও
কোন কিছুই বললো না।
কোন সে অবুঝ মোহে মায়ায়
বাঁধলো তাকে নির্বোধ প্রাণ,
ব্যাথায় নীলাভ, মুমূর্ষূ প্রায়
এমন কি তার প্রেমের দান?

আজকে আমি ঠিক চিনেছি
অনেক দিনের খোঁজার পর
বুঝতে পারি কেন আপন
সে, আর বাকি অন্য পর!

অনন্যা সেই শ্রেষ্ঠা আমার
মা নামের এক স্বর্গদূত
হতচ্ছাড়া মূর্খ আমায়
বাসছে ভাল, খুব নিখুঁত!

১২.১২.০৯

১,১৮৭ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “একটি ছোট গল্প”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিরাম :boss: :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।