বন্ধু, চিনে নিও

তোমা-আমায় বন্ধুত্ব জমছে দারুন ভালো
তোমার হাসি আমার প্রানে ছড়ায় রঙিন আলো
যখন তুমি সঙ্গে থাকো, দারুন হাসাহাসি
অযুত নিযুত কোথা মোদের,কত্তো রাশি রাশি
তোমার আমার দুষ্টুমি তে দুলছে চারিপাশ
সূর্য প্রথম শুকায় যেমন শিশির ভেজা ঘাস
গল্পে দুজন মেতে উঠি, যখন আসি কাছে
একটুখানি, সারাদিনের ব্যস্ততার ই মাঝে।

এত্ত ভাল বন্ধু মোরা, তবুও মোরা পর
হৃদয় মাঝে ওঠে যখন বেদনারই ঝড়
কষ্ট লুকাই, দুঃখ লুকাই কিছু বলিনা
তোমার আমার সুখে যেন আঁচড় পড়েনা।
এই প্রয়াসে আমরা দুজন যাচ্ছি করে ভুল
মাঝখানে বয় দুঃখ নদী, কেউ বাঁধিনা পুল
দু:খ নদীর দু তীরে মোরা একলা বসে বসে
সারাজীবন গল্প করে যাব হেসে হেসে।

তোমার আমার দূরত্বটা বাড়বে কতো কতো!
নদীর দু কূল ভেঙে মোদের দূরে সরায় যত
এর চেয়ে চলো কষ্ট হলেও কখনো হই পার
কাছে থেকে বন্ধু চিনি, কষ্ট মানুক হার।

৭।১০।০৯

১,৮৪৩ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “বন্ধু, চিনে নিও”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)

    একে একে তোমার তোমার সবগুলো লেখা পড়ে ফেললাম। এইটা ছাড়া "আকতে পারিনা" কবিতাটা খুব ভালো লেগেছে।

    তোমার আমার দূরত্বটা বাড়বে কতো কতো!
    নদীর দু কূল ভেঙে মোদের দূরে সরায় যত
    এর চেয়ে চলো কষ্ট হলেও কখনো হই পার
    কাছে থেকে বন্ধু চিনি, কষ্ট মানুক হার।

    খুবই সুন্দর প্রকাশ।
    তুমি কি শুধু ছন্দের কবিতা লেখো ??

    জবাব দিন
  2. সাব্বির (৯৫-০১)

    কবিতা খুব একটা বুঝিনা 🙁
    বাট এই কবিতা টা পড়লাম, ভাল লাগছে।
    দোয়া করি লুবজানা আপু, তুমি একদিন বিরাট কবি হবে, সুফিয়া কামাল টাইপ কিছু একটা 😀
    অ ট দশ বছরের জুনিয়ার ভাবলেই নিজেরে বুড়া বুড়া লাগে :((

    জবাব দিন

মওন্তব্য করুন : স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।