আঁকতে পারিনা

সুখের তুলিতে আঁকি
ব্যাথায় দুমড়ে মোচড়ানো এক
রঙ এ রঙ দিয়ে ঢাকি
হয়েছিল যত অজানা-জানা সে ভুল।

একে একে রঙ মাখি,
হাজার রঙের নকশাতে বুনি জাল
যতই না দূরে রাখি
সবকিছু ধীরে ধীরে হয়ে যায় লাল!

কষ্ট আমার রাঙ্গা
লালের নতুন খেলা যেন, বা নেশা
আমার হৃদয় ভাঙ্গা
বৃথাই আমার নির্বাণ অণ্বেষা।

আমার চোখের জল
শত কোটি রঙে আঁকা সেই ছবিটাতে
জাগায় এক অনল
ব্যাথাগুলো ফোটে আমার এ কবিতাতে!

অনন্ত সে আগুন
জ্বলে পুড়ে খাক পার্থিব যত বোধ
না বোঝার নিদারুন
যাতনায় জ্বলে হার মানে মোর ক্রোধ।

আঁকার চেষ্টা বৃথা
আমার মনেই সুপ্ত থাকুক
সকল না বলা কথা।

7.10.09

১,০২৬ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “আঁকতে পারিনা”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ছোট আপু,ব্লগে সুস্বাগতম! ইয়ে মানে-এখানে প্রিন্সিপাল স্যার এমজিসিসির ক্যাডেটদের পানিশমেন্ট দ্যান না কিন্তু ভাইস প্রিন্সিপাল দিহান ভাবী বড়ই খতরনাক-উনি আসলে একটু সাবধানে থাইকো 😕

    জবাব দিন

মওন্তব্য করুন : সামীউর (৯৭-০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।