স্তুতি

নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা
আমার অবুঝ হিয়ার মাঝে রঙ সাজানর খেলা
মেটে রঙের দেশের মাটি, মেটে মায়ের বুক
দেশের মাটির মেটে আভায় উজলা সবার মুখ
আমার দেশের মানুষগুলোর চোখে আলকছটা
স্বপ্ন দেখা অমনি চোখ কে দেখেছে কটা?
সবুজ সবুজ চারিটাদিক সদাই দেখে দেখে
সবার মনে কচি সবুজ রঙ গিয়েছে মেখে
গাছের নতুন পাতার মতই কোমল সবার মন
আবার গভীর, যেন সে এক পথ হারানোর বন
আদর ভরা হৃদয় দিয়ে সবাই বাসে ভালো
হোক না আকাশ শরত সুনীল কিংবা শ্রাবন কালো
আকুল করা রুপ এ দেশের ইশারাতে ডাকে
হৃদয় নিয়ে যায় পালিয়ে সন্ধা নামার আগে।
গোধুলির সে রাঙ্গা আলোয় জানায় শেষ বিদায়
বলে, আবার আসব ফিরে রাত যবে পোহায়।

রাতের আকাশ,তারার আলো মায়াময়ী চাদ
রূপের সাজি ঢেলে দিয়ে জাগায় মনে সাধ
আর কটা দিন বেচে থাকি, আর একটু দেখি
বাংলা মা গো আর একবার, একটি কাব্য লিখি।

১,৯৮৫ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “স্তুতি”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম, কবিতা বুঝি কম, তবে ভালই হইছে মনে হয়।

    তাড়াতাড়ি ১০টা ফ্রন্টরোল দিয়ে দাও দেখি আপু, আর ঐটাতে সমস্যা থাকলে মোটর সাইকেল চক্কর ( সামিয়া... টেক নেসেসারি একশন)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. হোসেন (৯৯-০৫)

    কেলাশ টেনেই কবি 😀 😀 😀

    পুলাপাইন বড় হইয়া যাইতেছে।
    ভালু ভালু। আইচ্ছা এর থিকা ছোট ক্যাডেট কি আর আছে ব্লগে?
    না থাকলে ভালু।
    ভালয় ভালয় ফ্রন্টরোল শুরু কইরা দেও 😀


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    তোমার নামটা বাংলায় করে দাও।
    প্রোফাইলে গিয়ে সবকিছু বাংলায় পূরন করে আপডেট দাও, তাহলেই হবে।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।