উচ্চাঙ্গ সঙ্গীত

ক্লাস এইটের ঘটনা।

ম্যাথ ক্লাসে সম্পাদ্য করাতেন পি. কে. রায় স্যার। ছোট্টবই, সিলেবাস দু’দিনেই শেষ। তখন আবার আইসিসিএলএম এর প্রস্তুতি চলছে। স্যার ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের দায়িত্বে। তো ঘটনার দিন স্যার ক্লাসে এসে বললেন, “আমারতো সিলেবাস শেষরে.. এখন কিতা খরাইতাম?” [স্যার সিলেটী ভাষায় কথা বলতেন]

আমি কিছু না ভেবেই বললাম, “স্যার, এখন তাইলে উচ্চাঙ্গসঙ্গীত হোক।”

আর যাই কোথায়! স্যার শান্তভাবে বললেন, “অ্যাই, তুই ওবায় আয়..” আমি গেলাম। কাছে যাবার সাথে সাথেই আমার কলার ধরে এমন হ্যাচকা টান দিলেন যে উপরের তিন-চারটা বোতাম গেল ছিড়ে। তারপর শুরু হল বক্সিং। সাথে সিলেটী ভাষায় স্যারের গর্জন।

“তোরে আমি ব্লো মারিয়া উঠাইলাইমু… পাঞ্চ খরিয়া তোর স্টমাক খানা খরিলাইমু… নাড়িভুড়ি সবতা গালাইলাইমু।” সাথে সমানে মাইর.. কিল, ঘুষি, লাথি, থাপ্পর, উষ্ঠা.. কিচ্ছু বাদ পরেনাই। এমন মাইর আমি আমার জীবনেও খাইনি।

সেই থেকে আমি স্যারের ব্ল্যাকলিস্টে।

এই উচ্চাঙ্গসঙ্গীতের ধাক্কা আমাকে মেট্রিকের হায়ারম্যাথের প্র্যাক্টিক্যালেও সইতে হয়েছিল। স্যার ছিলেন ইন্টারভিউ বোর্ডে। রেজাল্ট সবাই ২৫ এ ২৫, শুধু আমি ১৭!

২,১৮৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “উচ্চাঙ্গ সঙ্গীত”

  1. দোস্ত...তোর সেই মাইর খাবার কথা আমি আমার জীবনেও ভুলবো না,এমন মার আমি জীবনেও দেখি নাই আমার লাইফে.....
    আমাদের ব্যাচের একটা মাত্র ছেলে ইউসুফ যাকে আমি কখনো রাগতে দেখি নাই,মন খারাপ করতেও দেখি নাই..এমনকি পি.কে স্যারের সেই ভীষণ মার খাবার সময়ও দেখি ওর মুখে সেই হাসি লেগেই আছে।
    তবে মানুষজন কে রাগানোর বেলায় ইউসুফ ওস্তাদ।ফাইনাল পরীক্ষা,ও আমার পাশের সিটে.কিছুক্ষন পর
    আমি দেখি ও মনের সুখে গান গাইতেছে..."ও পিয়া ও পিয়া পিয়াআআআ..তোম সানে....."

    জবাব দিন
  2. হায়রে ইউসুফ। আমরা যখন ১২ এ ও তখন ১০ এ। ওকে আমি কখনো আমাদের আগে ফলইনে যেতে দেখিনাই। আমাদের সাথে সাথেই হেলে দুলে কখনো ফ্রন্টরোন দিতে দিতে যেত। পোলাপান অতীষ্ট হয়ে গেছিল ওর উপরে। কখনো যদি দেখতাম ও আগে চলে গেছে মানে নেমে দেখি ও আমাদের পাশে নাই তখন মনে হত আরে অসুখ করল না তো ছেলেটার।

    জবাব দিন
  3. কনক দোস্ত.... তুই নকল সাপ্লাই দিতে লেইট করতেছিলি, তাই আমার গান গাওয়া ছাড়া কিছু করার ছিলনা :p

    তপুভাই... কলেজে থাকতে লেইট করার কারণে শান্টিং খাইতাম প্রিফেক্ট আর এ্যাডজুটেন্টের... আর এখন খাই বাপ-মা, বউ-বাচ্চার কাছে =(

    জিহাদ.. মাইর খাইসি অনেক... বাট দেয়ার চান্স পাই নাই... বেশী আলস ছিলাম। আরো মাইর খাওয়ার কাহিনী আসতেছে... ওয়েট কর।

    ফুয়াদ... ভাল কথা বলছ... উষ্ঠা কেম্নে খাইছি এটা একটা গবেষণার বিষয়... দাড়াও, তপুভাইরে লাগাইতেছি, উনি গবেষণার জন্য নতুন বিষয় খোজঁতেছেন।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    তপুভাই… কলেজে থাকতে লেইট করার কারণে শান্টিং খাইতাম প্রিফেক্ট আর এ্যাডজুটেন্টের… আর এখন খাই বাপ-মা, বউ-বাচ্চার কাছে =(

    বউ বাচ্চা পরিবারকে 'ঠিক টাইমে' সময় দেবার কারণেই হয়তো বেচারা আর সিসিবিরে সময় দিতে পারেনাই 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।