রঙ পেন্সিল

মেঘে মেঘে নিকষ কালো দুপুর,
আলতা মেখে ফড়িং ওড়ে,
বৃষ্টি টাপুর টুপুর।

বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।

আকাশ বেয়ে নামলো একটা পরী,
রূপনদীতে ডুবে ডুবে
কী করি, কী করি!

থাকুক না হয়, এমন করেই, যা-হোক,
আকাশ নদী মেঘ পরী আর
ছোট্ট একটা ডাহুক।

এমনি করেই, টুকরো টুকরো দাগে,
আঁকার খাতা ভরিয়ে তুলি,
আশাবরী রাগে।

৪,০২৫ বার দেখা হয়েছে

৪৮ টি মন্তব্য : “রঙ পেন্সিল”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    একি পৃথিবীর অষ্টমাশ্চর্য দেখছি মনে হয়?
    লেখকের নাম ভুল দেখছি না তো :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আগেই পড়ছিলাম মনে হয়।
    দ্বিতীয় প্যারাটা মারাত্মক পছন্দ হয়েছিলো তখনো, এখন আবারো।

    আসলে পুরো কবিতাটাই দারুণ।
    প্রতিটা লাইন মন ছুঁয়ে যায়।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আহ্‌! একটা প্রচণ্ড ক্লান্ত দিনের পর
    এমনি কিছু শব্দ আর ছবি-ই
    বোধ হয় প্রয়োজন ছিলো আমার।

    অসম্ভব অসম্ভব ভালো লেগেছে।
    কুর্ণিশ এমন কবিকে।
    এই কবি না কুমিল্লার, না ফৌজদারহাট বা
    অন্য কোনোখানের, এই কবি সবার।

    আরো ভালো লিখো ভাই।
    আরো ভালো আঁকো।

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    দোস্ত, অনেকদিন পর লেখা দিলি। :hug:
    তুই মনে হয় খুব ব্যস্ত। যাই হোক, এইখানে লেখা দিসস তাতেই আমি খুশি। 😀
    তোর লেখা, ভাল না হয়ে কই যাইব? :hatsoff:

    ত্রুক্স, তাড়াতাড়ি দেশে চইলা আয়।

    জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    দেঁজাভু হইতেসে কীনা বুঝতেসিনা 🙁 মনে হইতেসে এইটা আগেও কোথাও পড়সি।

    এইবারও ভাল্লাগসে অনেক। মনে হয় আগের জন্মে যখন পড়সিলাম তখনো ভাল্লাগসিলো ;;;


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : মহিব (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।