উমা’২০১০, অভিনন্দন

finalbaba-chhele2

বাচ্চালোগ, তালিয়া বাজাও!!

৪৫ টি মন্তব্য : “উমা’২০১০, অভিনন্দন”

  1. তাইফুর (৯২-৯৮)

    ভেন্টিলেটর (নাকি জানালা ??) দিয়া উকি মারা ক্যাডেট্টা কিডা ??
    তুই নিকি ??
    কিন্তু তুই ক্যাম্নে ?? টাইম মেশিন 😮

    (ভাল ছিল)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    কার্টু্নে এতো সিদ্ধহস্তে হলে কিভাবে?
    মাঝে মধ্যে মনে হয় গোপাল ভাঁড়ের যদি কমিক্স বই পাওয়া যেত! এই পর্যন্ত যতো বাংলাদেশি ২য় প্রজন্মে গোপাল ভাঁড়ের গল্প বলেছি ওরা খুব মজা পেয়েছে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • তারেক (৯৪ - ০০)

      গোপাল ভাঁড়ের জন্যে স্ট্রিপ ধরণের কার্টুনের প্রয়োজন হবে। এক বা দুটা ডায়লগে হবে না, চাচা চৌধুরি বা আর্চিসের মত কয়েক পাতার ব্যাপার স্যাপার।
      একসময় এগুলো নিয়ে কাজ হবে নিশ্চয়। ইন ফ্যাক্ট, আপনার কথা শুনে এরকম কিছুর পরিকল্পনা করার ইচ্ছে হচ্ছে। 🙂


      www.tareqnurulhasan.com

      জবাব দিন
  3. সামিয়া (৯৯-০৫)

    গত বছর এসএসসিতে (নাকি এই বছর, ভুলে গেছি), ১২ ক্যাডেট কলেজ থেকে ৪ জন বাদে সবাই জিপিএ পাঁচ...কি আর কমু...

    ...নামটাতে খুবই মজা পাইলাম...আসলে কার্টুনটাতেও খুব মজা পাইছি...কিন্তু কার্টুনটা চরম সাম্প্রদায়িক :thumbdown:

    তবে ক্যাডেটস, এইখানেই থেমে থাকলে চলবে না কিন্তু...
    কপিরাইটঃ ভুলে গেছি

    চরম চরম তারেক ভাই... :thumbup:

    জবাব দিন
  4. হে হে হে
    কাট্টুনে জাঝা, কিন্তু বক্তব্যে সব কাজা। মানে তোলা থাকলো। বলি, আমরা নাহয় একটু টিটিএমপি-ই তাই বলে কাট্টুন এঁকে আমাদের অপমান করার চেষ্টায় পবল দেক্কার, উষ্মা, ক্ষোভ, হরতাল, ধর্মতাল, হাদুমপাদুম- সব জারি থাকলো।

    জবাব দিন
  5. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    চরম সাম্প্রদায়িক পোষ্ট।
    'পাপকে ঘৃনা কর পাপীকে নয়' নীতিতে কার্টুন ব্যাঞ্চাইলেও কার্টিনিস্টকে ত আর বাহবা না দিয়ে পারিনা।ধুর কি বলি?? আর কার্টুনই বা ভাল না লেগে উপায় কি :grr: :hatsoff: :clap:

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।