আউলা মাথা বাউলা পোষ্ট

তখন হলে থাকি। দুইটা টিউশানি করি। কপাল মন্দ, দুইজনই ছাত্র, ছাত্রী নাই।
আমার রুমমেট নতুন টিউশানিতে যায় কয়দিন হইলো। যাবার সময় দেখি পারফিউম মারে, শার্টে, গলায়, ঘাড়ে। আমাগো চোখ টনটন করে। আবার পড়ানো শেষে রুমে ফিরা গুন গুন গান গায়, কুছ কুছ হোতা হ্যায়…। আমাগো বুকে জ্বালাপোড়া!একদিন দেখি বালিশে হেলান দিয়া সিগারেট টানে। সাথে গুন গুন তো আছেই।
আমরা জিগাই, কি রে? নতুন টিউশানি কেমন? ছাত্রী ভালো?
কয়, আর কইস না।বড় জ্বালায় আছি।
আমরা বলি, কি হইছে?
ও বলে, মাইয়া জানি কেমুন কেমুন। পড়া পারে না। আমি ঐদিন চেইতা গিয়া কই, একটা চড় দিবো তোমারে, বুঝছো?আমরা তো হা! কি সাংঘাতিক। জিগাই, তারপর?
ও একটা সুখটান দেয়, তারপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে কয়, মেয়ে আমারে বলে, দিয়ে ফেলেন স্যার। কেউ দেখবেনা, আম্মুও ঘুমাচ্ছে!

২,৪৬৯ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “আউলা মাথা বাউলা পোষ্ট”

  1. জিহাদ,
    এটা ইউনিভার্সিটির কাহিনি। ঢাবি। একুশে হলে থাকতাম। তবে ইনি ডালিমকুমার নন। 🙂

    মুহাম্মদ,
    কি যে বল, ছাত্রী পড়ানোর জন্যে সবাই চাতক পাখীর মতন বসে থাকে।

    জবাব দিন
  2. সবাই চাতক পাখির মত বসে থাকতে পারে,কিন্তু মুহাম্মদ যে শুয়েও থাকবেনা সেটা বলতে পারি।

    ক্লাস নাইন থেকে ও একটা অর্গানাইজেশন চালায়।নাম AMLO (Anti marriage & Love Organization).

    এই অর্গানাইজেশন রীতিমত একটিভ ছিল কলেজে থাকতে।এমনকি প্রতি বৃহস্পতি বার মুড়ি চানাচুর সহযোগে ডিনার এর পর সাপ্তাহিক মিটীং পর্যন্ত বসতো।

    কালের বিবর্তনে বানরও আস্তে আস্তে মানুষ হয়েছে।AMLO পার্টির মেম্বারগুলাও একে এক অমৃতের সন্ধান পেয়ে আলাদা হয়ে গেছে।

    কিন্তু যেই মুহাম্মদ ছিল, এখনো সেই মুহাম্মদই রয়ে গ্যাসে 😀

    জবাব দিন
  3. কুচ্ছিত হাঁসের ছানা

    quote:[[সবাই চাতক পাখির মত বসে থাকতে পারে,কিন্তু মুহাম্মদ যে শুয়েও থাকবেনা সেটা বলতে পারি।

    ক্লাস নাইন থেকে ও একটা অর্গানাইজেশন চালায়।নাম AMLO (Anti marriage & Love Organization).

    এই অর্গানাইজেশন রীতিমত একটিভ ছিল কলেজে থাকতে।এমনকি প্রতি বৃহস্পতি বার মুড়ি চানাচুর সহযোগে ডিনার এর পর সাপ্তাহিক মিটীং পর্যন্ত বসতো।

    কালের বিবর্তনে বানরও আস্তে আস্তে মানুষ হয়েছে।AMLO পার্টির মেম্বারগুলাও একে এক অমৃতের সন্ধান পেয়ে আলাদা হয়ে গেছে।

    কিন্তু যেই মুহাম্মদ ছিল, এখনো সেই মুহাম্মদই রয়ে গ্যাসে ]]
    :D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

    তোরা কেউ মুহাম্মদের আসল খবর জানস না.....
    প্রতি বৃহস্পতিবার ওর খালার বাসায় কেন যায়, সেইটা শুধু আমি জানি।
    থাক, বললাম না। সবাই বাকিটা ভেবে নেন।

    google এ কিভাবে search দিতে হয়. সেটা মেয়েদের খুব ভাল করে শেখাতে পারে মুহাম্মদ।

    জবাব দিন
  4. ছাত্রীরা খুব ভাল হয়। কিন্তু একটাই সমস্যা। তারা ফুটবল খেলা একদমই দেখেনা। তাই তাদের সাথে আর্সেনাল কেমন খেলল, চেলসি কেন ভুয়া এইগুলা নিয়া আলোচনা করা যায় না।।

    জবাব দিন

মওন্তব্য করুন : samjhang

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।