প্রাত্যহিক অপলাপ- ১

প্রত্যহ এইরূপ দুপুরবেলা, আমাদের পাড়ার জানলা দিয়ে, ঝাঁক ঝাঁক কিশোরীরা ফান্টা খেতে খেতে এগিয়ে যায়।।

আমাদের পাড়ার জানলায় আকাশী পর্দা ওড়ে রোজ। মুশকিল এই যে- , আকাশ যেদিন মেঘে মেঘে গুরুগম্ভীর কালো থাকে-; তবু ঐ সব আচানক জানলায়
ওই আকাশী পর্দাই ওড়ে।।

প্রত্যহ এইরূপ আমরা কয়েকফালি কিশোর আকাশের জানলা দিয়ে উঁকি দেই।
আর কিশোরীদের ঘুম স্বপ্নে রোলকল ডাকবো বলে, আমরা ফান্টা বেঁচি।

——–
০৬/০১/০৯

১২ টি মন্তব্য : “প্রাত্যহিক অপলাপ- ১”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ওই ফান্টা বেচা পাব্লিক, তুমি থাক কই?

    এইটা আমার মিস হইল ক্যামনে?

    পয়লা পাতায় আসে নাই ক্যান এইটা? মকরামো না? পাংগা তো দেই না অনেকদিন, পানি জমছে । x-( 😡


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।