আছি-

আছি,
বড্ড জানান দিতে ইচ্ছে করে আছি।
মন ও মননে গুনগুন করে ব্লগিং-এর মৌমাছি।

———
হেলাল হাফিজের কবিতা থেকে টুকলিফাইং করলাম। এই ভদ্রলোকের কবিতায় একসময় এতই ডুবে ছিলাম যে মনে মনে বিশ্বাস করতাম, আমাদের প্রত্যেকের মনের ভেতর বাস করেন একজন হেলাল হাফিজ!
সে যাকগে,
নেট ছিলো না কদিন। মনে হচ্ছিলো আমি যেন আমাতেই ছিলাম না। দীর্ঘ বিরহে প্রেম নাকি বেড়ে যায়, আমার ক্ষেত্রে এই নাতিদীর্ঘ বিরহই ব্লগিং-এর প্রতি ভালবাসা আরও বাড়িয়ে দিয়েছে!
তো আসবো আবার শিঘ্রী, এলেবেলে সব প্রলাপ নিয়ে। তার আগে শুধু টুক করে আজ জানিয়ে দিয়ে গেলাম যে, আমি, আছি।
সবার নতুন বছরের জন্যে শুভকামনা।

২,৩৫৯ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “আছি-”

  1. রহমান (৯২-৯৮)

    তারেক,
    ওয়েলকাম ব্যাক। কুমিল্লা তো পিছনে পড়ে গেল 🙁 । তোমাদেরকে খুজে পাচ্ছিলাম না এতদিন। জলদি ৫/৭ টা ব্লগ নামাও দেখি :gulli2: । নাভাস নাইন্টির ঘরে আইসা টেষ্ট খেলা শুরু করছে আমাদের সবাই 😡 । কবে যে সেঞ্চুরী হবে :-/

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    তারেক ভাইয়ের আগমন
    শুভেচ্ছা স্বাগতম


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : মু. নূরুল হাসান (৯৪/ক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।