যাহা পাই, তাহা চাই না-

কবি বলেছেন, জীবনে চলার পথে কোন একটা উদ্দেশ্য নিয়ে পথ চলতে হবে। ( কোন কবি বলেছেন মনে নাই, তবে এত সুন্দর একটা কথা, কোন না কোন কবি নিশ্চয়ই বলেছেন। আর কেউ যদি বলে না-ই থাকে, তাহলে ধরা যাক, আমিই বলেছি। 🙂 )
তো, এইবার রমজান শুরুর আগে ভাবছিলাম, এই রোজায় আমার উদ্দেশ্য কী?
পাপ-তাপ কমানোর খুব একটা সুযোগ নাই। একেবারে কাফের-নাছারাদের দেশে থাকি, এই দেশে চোখ খুলে রাস্তায় বের হওয়া মানেই পাপ। বেশরীয়তি জামা কাপড় পরা লোকজন ততোধিক বেশরীয়তি কর্মকান্ডে সর্বদাই লিপ্ত, দুই কাঁধের দুই ফেরেশতা তাই লিস্টি বানাইতে সারাক্ষণ দৌড়ের ওপর থাকে। আমি শুনেছি ভাল কাজ লেখে যে, তার হাতে নাকি এখনও মান্ধাতা আমলের খাতা-কলমই আছে। কিন্তু খারাপ কাজের লেখক নাকীর- তার হাতে নাকি বহু আগেই এক টেরাবাইট হার্ড ডিস্ক ওয়ালা একটা কম্পিউটার দিয়ে দিছেন খোদাতালা, সেইটাও নাকি প্রায়শই হ্যাং হয়ে যায়!

তাই, ভেবেছিলাম, তারচেয়ে বরং ওজনটাই কমাই।
ওজন মাপার বাথরুম স্কেলটা খাওয়ার টেবিলের পাশে জায়গা নিয়ে নিলো সহসাই। প্রতি সেহরীতে পেটপুরে একগাদা খেয়ে মেশিনের ওপর লম্বা হয়ে দাঁড়িয়ে যাই। দুয়েক কেজি বেশি দেখাচ্ছে? নো ওয়ারিজ, সারাদিনের পর নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সেই ভরসায় ইফতারের পর পর আবার দাঁড়াই, দেখি ওজনের কাঁটা ডানদিকেই ঘাড় কাত করে থাকে বেশি বেশি। কী মুশকিল!

প্রতিদিন ইফতারে এই খাই, সেই খাই। মাঝে মাঝে টিএসসিতে পেপার বিছিয়ে ইফতার খাওয়ার স্মৃতি নিয়ে আসি ঘরে, বাংলাদেশী দোকান থেকে চমৎকার সব ইফতারি কিনে আনি। এছাড়া, লাইন ধরে দাওয়াত তো লেগেই আছে। এই ভাইয়ের বাসায় ইফতার পার্টি, ওই ভাবী বিরিয়ানিটা জোস বানায়, কোনটা বাদ দেই? ওনারা মন খারাপ করবে, এই দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হয় না, তাই সবার বাসায়ই হাজিরা দেই।

রোজার তিরিশ দিনের বাদে ঈদের সুন্দর সকালে হাসি হাসি মুখ করে সেই মেশিনের ওপর আবার দাঁড়ালাম। হাসি মুহুর্তেই কাশিতে পরিণত হলো, দেখি সংযমের মাসে আমার বেসংযমী ওজন বেড়েছে পাক্কা দেড় কেজি!

কী আর করা। তবে কবি বলেছেন, হার-জিৎ নয়, আসলে অংশগ্রহণটাই বড় কথা!

৩,৫৬৫ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “যাহা পাই, তাহা চাই না-”

  1. কামরুলতপু (৯৬-০২)

    আমার কমছে। এখনো সিলিম আছি তবে সমস্যাও আছে ঐ যে কেউ কোনটায় সন্তুষ্ট না। আমাকে দেখে সবাই পিচ্চি ভাবে এখনো ভারিক্কি আসল না চেহারায় গায়ে গতরে।
    পাক্কা ৩ মাস পরে লেখা দিলেন ভাইয়া।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    😀
    মাত্র দেড় কেজি! আরো বেশি হবার কথা, ছবি দেখে তাই মনে হল।

    ক্যামন আছিস দোস্ত?
    কি মজা দেখ , তুই আমারে ভুইলা গেছিস, আমিও তোরে ভুইলা গেছি!


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    একটা কাকতালীয় ঘটনা, কালকে রাতে বসে বসে আপনার নিজস্ব ব্লগে ঘোরাঘুরি করছিলাম,আর ভাবছিলাম আপনি বহুকাল সিসিবিতে লেখেন না। (মাঝখানে দেয়া জব কর্ণারটা মনমতো হয় নাই 🙁 ),; আর আজ বিকেলে দেখি পোষ্ট নামিয়ে ফেলছেন। :hug: :hug:

    আমি ঐদিন ফেইসবুকে তুমি ভাইবা কারে জানি এড করলাম। পরে খেয়াল হইলো, তুমি তো আগে থেকেই ছিলা, তাইলে এইটা কে?

    ঐটা মনে হয় আমি। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দারুণ দারুণ 😀
    প্রথম দুই প্যারা পইড়া এই ফক্স কলিং নাইটে কম্পিউটারের সামনে থেইকা পিরা গ্যাছি =)) :pira:

    শতেক কেজি ওজনের অধিকারী হ :grr: (প্যাটেন্ট ফয়েজ ভাই 😉 )


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. দিহান আহসান

    ভাইয়া অনেকদিন পর লেখা দিলেন, 🙂
    আমিও মোটা-শুকনা'র উপর আছি 😛

    কেমন আছেন ভাইয়া? তিথিকে মাইল করা হয়ে উঠছেনা, তবে মনে হয় আপনাদের দুইজনের শেষের মেইলটা আমার'ই :grr: :grr:
    শিগগিরি উত্তর দিয়ে দেন 😀

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    কেডা তারেক ভাই নাকি? কত্তোদিন পর...

    আমার অবস্থাও তপুর মত, গায়ে গতরে এখনো ভারিক্কি চাল আসলো না 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    আমিও হাল্কা টেনশিত আছি কনফু, ভুড়ি বাইরা সাগরিকা স্টেডিয়াম হই গেছে (কপিঃ কাইয়ুম) 🙁

    কত কি করলাম, খালি খিদা বাড়ে, ভুড়ি কমে না :((


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. জিহাদ (৯৯-০৫)

    কেউ আমারে মোটা হবার তরিকা বইলা দ্যান। আমি দিন দিন শুকাইতেসি তো শুকাইতেসিই :((

    তবে আমার ব্যক্তিগত অবজার্ভেশন হচ্ছে, আমার আশেপাশের চেনাজানা মানুষ যত মোটা হয় তার সাথে ব্যস্তানুপাতিক হারে আমার ওজন কমে। 🙁

    কাজেই ভাইসব, আপনারা প্লিজ চিকন হন। আর আমারে মোটা হইতে দেন :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  9. তৌফিক (৯৬-০২)

    দেশে ফিরে, দাওয়াত আর কাউন্টার দাওয়াতে দুই সপ্তাহে ওজন বাড়িয়েছি ৪ কেজি। 😀

    যাউজ্ঞা, আন্দা, তপু, রবিন ভাই এবং আপনি- সিসিবির ইতিহাসে আজকের দিনকে কামব্যাক ডে হিসাবে ঘোষণা দিয়ে একটা বিশেষ ব্যানার বানানোর জোর দাবী জানাই। :grr:

    জবাব দিন
  10. রহমান (৯২-৯৮)
    কবি বলেছেন, হার-জিৎ নয়, আসলে অংশগ্রহণটাই বড় কথা!

    :)) :))

    এটা কোন কবি বলেছেন? মহাকবি তারেক? কবিতার ছন্দে অবশ্য বলতে পারতা এভাবেঃ

    "রোজা রেখেছি সেই ঢের
    যদিও কেজি বেড়েছি দেড়
    ওজন নিয়ে নেই মাথা ব্যথা
    অংশগ্রহণই বড় কথা"

    জবাব দিন
  11. তানভীর (৯৪-০০)

    ত্রুক্স...শুকাইয়া তো দড়ি দড়ি হইয়া গেলি!! :grr: :grr:

    দেশে আইসা তো আরও খাইয়া-না খাইয়া আরও পাঁচ কেজি ওজন বাড়াবি! তাই বলি এখন থেকে একটু ডায়েটিং শুরু কর। নাইলে তোর পাশে আমাদেরকে আর দেখা যাইব না! 😛 😛

    ঝটপট কিছু কবিতা লেখ, তোর কবিতা অনেকদিন পড়ি না।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।