শাহবাগ সংহতি প্রবাসে

ঢাকায় যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে শাহবাগ প্রজন্ম আন্দোলন শুরু হয় ৫ই ফেব্রয়ারি থেকে। মুহূর্তেই এই উত্তাল গণজাগরণের ঢেউ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর যেখানে যত বাংলাদেশি আছে সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। উত্তেজিত এবং উচ্ছ্বসিত করেছে। আমরা যারা এই মূহূর্তে দেশান্তরি শাহবাগের ডাক তাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে। সময়ের ডাক। সবাই শুরু থেকেই অর্ন্তজালে খবর সংগ্রহ, মতামত গঠন, এবং নানাভাবে সম্পৃক্ত ছিল। প্রবাসেও সম্মিলিতভাবে কিছু করার তাগিদ অনুভব করছিল। এই ডাক তরুণদের আহবান তাই বিশ্ববিদ্যালয়ের তরুণদের নেতৃত্বে কার্লটন এবং অটোয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্ররা সম্মিলিতভাবে কার্লটন বিশ্ববিদ্যালয়ে শাহবাগ প্রজন্ম আন্দোলনের গনজাগরণের সাথে একাত্ততা ঘোষনা করে “সলিডারিটি উইথ শাহবাগ মুভমেন্ট” কর্মসূচি গ্রহণ করে গত সপ্তাহন্তে।

শাহবাগ প্রজন্ম আন্দোলন সংহতি সবার জন্য উন্মুক্ত ছিল। তাই এ্যালামনাস এবং পেশাজীবি নারী-পুরুষরাও আমন্ত্রিত ছিলেন। এটা একটি উন্মুক্ত কর্মসূচি ছিল পাশাপাশি কোনপ্রকার দলীয় এবং ব্যক্তিগত ভাবমূর্তি প্রতিষ্ঠা করার সুযোগ নিরুৎসাহিত করা হয়েছিল এবং নিয়ন্ত্রিত ছিল। প্রবাসী ‘ছাগুরা’ কিঞ্চিৎ সমালোচনায় তৎপর ছিল এই কার্যক্রমের স্বেচ্ছাসেবকদের সাথে এই কর্মসূচির ইসলামিক বৈধতা (!) নিয়ে(মূলত ফেসুবকে এবং ছোটদের সাথে) তবে কোনপ্রকার সুবিধা করতে পারে নাই। একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল যে এটা নাকি ‘ভারতীয়’ কর্মসূচি। সংগতকারনেই সেটা ধোপে টিকে নাই। এগুলি বাদে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে সবার কাছ থেকে। দারুণ একটা টিমওয়ার্ক সমন্বয় হয়েছিল। প্রবাসে কিছু করতে হলে অনেক আগে থেকে পরিকল্পনা করতে হয়। তাই যারা আসতে পারেননি তারাও টেলিফোন, টেক্সট, ইমেইল নানাভাবে সংহতি জানিয়েছেন। সংহতি কার্যক্রমে বেশ কয়েকজন এক্স-ক্যাডেট উপস্থিত ছিলেন (ফৌজদারহাট, মির্জাপুর, রাজসাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ এবং পাবনা)। এই কর্মসূচির মূল পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে ছিল ফৌজদারহাটের উচ্ছ্বাস ভাই (সালেহীন চৌধুরী ১৯৯০-৯৬)। সামনের শনি বা রবিবার কানাডার পার্লামেন্ট হিলে একই কর্মসূচি পালনের পরিকল্পনা রযেছে যদি তাপমাত্রা নেগেটিভ দশের ভিতরে থাকে। দেখা যাক।

আজ আঁকাআঁকি, কাল সংহতি

সবাই সংহতি জানিয়ে

সংহতির সাক্ষর

ব্যানার আরেকটি

পোষ্টার

শেষ ছবি

ইউটিউব লিংক

৭ টি মন্তব্য : “শাহবাগ সংহতি প্রবাসে”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অনেক ধন্যবাদ রাব্বী, 'সংহতি' অনুষ্ঠান সম্পর্কে জানানোর জন্যে।
    সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন রইলো।
    আমি বুঝিনা, ছাগুগুলো আজো কেন স্মার্ট হতে পারলোনা - সেই পুরনো বটিকা - ধর্ম, নাইলে ভারত। অবশ্য বুদ্ধি বিবেক সব লেজে নিয়ে গেলে স্মার্ট হবে কি করে, ছাগু হবার পণ করে থাকলে কি করা যাবে।

    ব্যানারগুলো দু্র্দান্ত হয়েছে।

    জবাব দিন
    • মুহূর্তেই এই উত্তাল গণজাগরণের ঢেউ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর যেখানে যত বাংলাদেশি আছে সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে

      রাব্বী, তোমরা কি ভুলবশতঃ পাকিদের আমদানী করা জিন্দাবাদ শ্লোগান করেছো নাকি। শাহবাগে কিন্তু 'জয় বাংলা', 'তুমি কে আমি কে - বাংগালি বাংগালি' চলছে চলবে। আর হ্যা, দেশের নরম মাটিতে বেড়ে ওঠা হূষ্টপুষ্ট বাংগালি মার্কা দেহখানি বিদেশের পাথুরে মাটিতে নেমেই বাংলাদেশি হয়ে যায় নাকি। জিয়ার মির্জাফরী জাতিয়তাবাদের দর্শণ আর কতকাল বইবিরে বাংগালি।

      `

      জবাব দিন
      • আন্দালিব (৯৬-০২)

        বাংলাদেশি = নাগরিকতা। বাঙালি = জাত। এই আন্দোলনে বাঙালি ছাড়াও আদিবাসীরা, বিদেশিরা একাত্মতা জানিয়েছেন। আদিবাসীরা বাঙালি না, বাংলাদেশি। বাংলাদেশি হওয়াটা জিয়ার সাথে সম্পর্কিত না।
        আর "তুমি কে, আমি কে - বাঙালি বাঙালি" স্লোগানটিকে আমার পছন্দ হয় নি। কারণ এর মাধ্যমে এই আন্দোলনেও জাতের ব্র্যান্ডিং করা হলো। চাকমা কিংবা মগ কোন আদিবাসী বাংলাদেশি এই স্লোগানের সময় নিশ্চয়ই নিশ্চুপ হয়ে যাবেন। সেটা আমরা কেউই চাই না।

        জবাব দিন
        • রাব্বী (৯২-৯৮)

          আন্দালিব, জাত নিয়ে বাংলায় অনেকগুলি অর্থ হয়। সনাতন ধর্মে জাত - ব্রাক্ষণ, ক্ষত্রিয়, বৈষ্য, শুদ্র ...। বাঙালি মুসলমানের জাত বিভাজন - আশরাফ, আতরাফ ...। ছোট/বড় জাত ...

          একটা সংশোধন: বাঙালি/বাঙ্গাল - মারমা/মগ।


          আমার বন্ধুয়া বিহনে

          জবাব দিন
      • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

        হারুন,
        'বাংলাদেশী' সম্বোধনের মধ্যে জেনারেল জিয়ার জাতীয়তাবাদী দর্শন খুঁজে পেলে তো সমস্যা। এই কাজটিই জিয়াবাদী লোকেরা সোৎসাহে করে থাকে, যে, 'বাংলাদেশী' পরিচয় যেন জিয়ায় আমাদের উপহার দিয়েছে।হাঃ।
        প্রকৃতপকক্ষে এই পরিচয় পেয়েছি আমরা '৭১ এর ১৬ই ডিসেম্বর। এ প্রসংগে আমি তোমাকে লাবলু ভাইয়ের সাম্প্রতিক পোস্টটি দেখতে বলবো। বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিচয়ে বাংগালী যেমন রয়েছে তেমনি রয়েছে অবাংগালী মিশ্র জনগোষ্ঠী - এঁদের কথা আমাদের ভুলে গেলে চলবেনা।এঁদের ফেলে আমরা একটা সুখী সম্পূর্ণ বাংলাদেশের কথা ভাবতেও পারিনা।
        ধন্যবাদ।

        জবাব দিন
      • রাব্বী (৯২-৯৮)

        না ভাই। ভুল বুঝলেন। এতটুকু কান্ডজ্ঞান এখনো আছে মনে হয়।

        বাংলাদেশি এবং বাঙালি এই প্রশ্ন নিয়ে আমার কোন সমস্যা নেই। জাতীয়তা বাংলাদেশী এবং জাতিসত্ত্বা বাঙালি।

        বাকিটা আন্দালিব এবং নূপুরদা বলেছেন।


        আমার বন্ধুয়া বিহনে

        জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।