শিরোনামহীন কথোপকথন – এক

– হ্যালো …

: হ্যালো, আমি।

– কি ব্যাপার? এত রাতে? তোমার ওখানে তো এখন শেষ রাত।

: ঘুম আসছিল না তাই। নির্ঘুম রাতগুলো এত কষ্টের হয়, কাউকে বুঝাতে পারবো না। তুমি ব্যস্ত নাতো?

– নাহ! এ্যা ওয়াক ইন দ্য ক্লাউডস দেখছিলাম। আজ তো সানডে।

: হটাৎ এতো পুরোনো মুভি?

– এমনি। পেলাম তাই দেখছিলাম।

: আমার ফোনটা তাহলে ঠিক সময়ে করা হয়নি। ডিস্টার্ব করলাম?

– আমি বলেছি তাই?

: নিউইয়র্ক যাওয়া হচ্ছে?

– হ্যাঁ।

: দারুন! হিংসায় জ্বলে পুড়ে গেলাম। কি আর করা! কতদিনের জন্য যাচ্ছো?

– থার্ড অগাষ্ট ফিরবো।

তুমি কবে ফিরে যাচ্ছো?

:  একই দিন। থার্ড অগাষ্ট।

: শোনো …

– কি?

: আমার একদমই যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটা জেলে আবার ফিরে যাচ্ছি।

– পোর্ট অব এন্ট্রি কোথায়?

: হিউস্টন। হিউস্টন হয়ে হান্টসভিল কাছে হয়। তোমার থেকে অনেক দূরে।

– কঠিন দিনগুলো তো পার করে ফেলেছো। আর একটা বছর খুব দ্রুত চলে যাবে, দেখো।

: আসবে হান্টসভিলে?

– আসবো তো বলেছি…

: কবে?

– দেখি কবে আসা যায় …

: উমম … এবার হবেনা, না? এটা হয়তো আমরা দুজনই জানি হয়তো কখনোই হবে না।

– তাই? আমার তেমনটা মনে হয় না।

: আমার যা মনে হয় তাই আমি বলেছি …

– আমি আসবো।

: জানিনা, হয়তো আসবে …

– বাসা ঠিক করতে পেরেছো?

: হুঁ, পারলাম কোনরকমে। এবার একেবারে নিজের বাসা। ছোট, কিন্তু আমি খুশী কারণ আই ওন্ট হ্যাভ টু শেয়ার রুমস উইথ এ্যা শ্যাভ এ্যনিমোর। ছবিতে দেখলাম, সুন্দর একটা পোর্চ আছে। বসে আয়েশ করে চা খেতে পারবো নিজের মতো করে।

– বাহ, তাহলে তো বেশ ভাল।

: মন ভাল নেই, বুঝলে। শরীরটা বেশ খারাপ যাচ্ছে গত দুদিন ধরে। সার্জারিটা ঢাকা থেকে করাতে পারলে ভাল হতো। হলো না। সময় নেই। দুশ্চিন্তা হচ্ছে, একা একা যদি হাসপাতালের ঝক্কি সামলাতে হয় মরার হান্টসভিলে।

– অযথা চিন্তা করো না। কিচ্ছু হবে না। তুমি ভাল থাকবে।

: নিজের উপর ভরসা হয়না। ইনফ্যাক্ট, কোন কিছুতেই হয় না।

– আর এবার ফিরে গিয়ে পাগলামিটা একটু কম করে করো।

: কম কি করে করবো, শুনি? আমার পুরো ফ্যামিলির ক্রনিক পাগলামির রোগ আছে।

– হাঃ হাঃ হাঃ … খুবই খাঁটি কথা।

: শোনো পৌছে একটা মেইল করে দিও। তোমার জন্য কিন্তু মানুষ চিন্তা করে।

– হ্যাঁ, জানি। আসলে একদম খেয়াল থাকে না। মেইল পাবে।

– মন ভাল হলো?

: কিছুটা বোধহয়। নিশ্চিত না। আচ্ছা, আমি ছাড়ছি এখন। হান্টসভিল থেকে কথা বলবো। নিজের খেয়াল রেখো।

– ঠিক আছে। পরে কথা হবে। ভাল থেকো।

: তুমিও। নাইট, নাইট।

– নাইট।

*** *** ***

ছবি: সালভাতোরে ফিউম

২,২৫৯ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “শিরোনামহীন কথোপকথন – এক”

মওন্তব্য করুন : রাব্বী (১৯৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।