এক বিকেলে ফজু মল্লিক আর আমি

এই কথা সেই কথার পরে ফয়েজ ভাই যা বললেন তা হইলো অনেকটা এই রকমঃ

ফয়েজ ভাইঃ Old one is: Treate others the way you want to be treated
New concept is: Treate others the way they want to be treated
এইগুলা প্রফেশান লাইফের গল্প 🙂
কামরুলঃ হ, কর্পোরেট কথাবার্তা
ফয়েজ ভাইঃ কিন্তু ইফেক্টিভ
তুমি নিজেকে অন্যের সামনে ছোট করতে না পারলে কিছুই করতে পারবা না 🙁
কামরুলঃ আমি তো কিছুই করতে পারি নাই ;;;
ফয়েজ ভাইঃ :))
কামরুলঃ তবে আমার আফসোস নাই এই জন্যে
ফয়েজ ভাইঃ তোমার জীবন তো এখনো শুরুই হয়নি বাচ্চু :grr:
কামরুলঃ কঙ্কি, অর্ধেক জীবন শেষ হইয়া গেলো :-B
ফয়েজ ভাইঃ ইন-ফ্যাক্ট তুমি জীবন শুরু করতেই চাচ্ছ না, এড়িয়ে যাচ্ছ :grr:
কামরুলঃ ওই জীবন আমি কখনো শুরু করতেও চাই না 🙁
ফয়েজ ভাইঃ তুমি যেটা শুরু করতে চাও, সেইটাই শুরু কর না, সেটাও তো করছো না
কামরুলঃ যে জীবন ফড়িংয়ের, দোয়েলের মানুষের সাথে তার হয়নাকো দেখা- জীবনানন্দ দাশ 😀
ফয়েজ ভাইঃ জীবনান্দকে উদাহরন দিলা, খুব কি ভালো কিছু করেছে কবিতা লেখা ছাড়া? সে নিজের বউকেও সুখী করতে পারে নাই 😉
কামরুলঃ সবারই সব কিছু করতে হবে কেন?
ফয়েজ ভাইঃ সব কিছু করার কথা বলা হচ্ছে না
তোমার আদর্শ যদি জীবনান্দ হয় তাহলে কিছু বলবো না, যদিও আমি উনার মত কবিতা লিখতে পারি না জন্য খুব আফসোস করি অবশ্য
কামরুলঃ যদি কবিতার কথা বলেন তাহলে আমার আদর্শ অবশ্যই জীবনানন্দ :-*
ফয়েজ ভাইঃ কিন্তু আমার জীবনে কবিতা ছাড়াও অনেক কিছু আছে
কামরুলঃ বললাম না, সবকিছু করতে হবে কেন?
যেটা করতে চাই, সেটা করতে পারলেই আমি খুশি
ফয়েজ ভাইঃ এটা শেখ মুজিবুর রহমান টাইপ মানসিকতা :grr:
নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এরা
তারা নিজের চাহিদা পুরা করে, সবসময়, অন্যদিকে তাকানোর টাইম নাই
আমি এটা চাই, আমি ওটা চাই, আমার এইটা লাগবো
কামরুলঃ নিজে যেটা করে সেটা দিয়ে যদি অন্যের চাহিদা পূরণ হয়, তাইলে খারাপ কি?
ফয়েজ ভাইঃ অন্যের চাহিদা পুরনে লাগা তো মনে হয় আরও ভালো, নিজের কিছু স্যাক্রিফাইস করে হলেও
কামরুলঃ আপনি লাগেন, আমি নিজেরে নিয়াই থাকি 😉
ফয়েজ ভাইঃ পৃথিবী দুই ধরনের লোক আছে, ইন্টোভার্ট টাইপ আর এস্কোভার্ট টাইপ
কামরুলঃ একদলে আপনি, অন্যদলে আমি 😉
ফয়েজ ভাইঃ আমি ইন্টোভার্ট টাইপ লোক পছন্দ করি না
কামরুলঃ আমিও করি না
ফয়েজ ভাইঃ কিন্তু আফসোস হইলো দুনিয়ার সব কবি আর লেখক এই টাইপ
কামরুলঃ যেমন ফয়েজ ভাই :grr:
ফয়েজ ভাইঃ আমিও অনেকটা ইন্টোভার্ট
কামরুলঃ আমাদের মতো হওয়ার চেষ্টা করেন, উদার, বর্হিগামী 😉
ফয়েজ ভাইঃ ইন-ফ্যাক্ট ৮০% ক্যাডেট ইন্টোভার্ট, কিন্তু আমি এটা পছন্দ করি না
কামরুলঃ তাইতো কইলাম, আমার মতো হওয়ার চেষ্টা করেন
ফয়েজ ভাইঃ তুমি আমার চেয়ে বেশি ইন্টোভার্ট
কামরুলঃ আপনি ব্যাক্তি আক্রমণ করতেছেন আমারে 😀
আপনার ব্যাঞ্চাই
ফয়েজ ভাইঃ চাইলা আরকি
ব্লগের সবচেয়ে কম ইন্টোভার্ট মনে হয়েছে শওকত ভাইকে
কামরুলঃ আপনার জাজমেন্টে স্বজনপ্রীতি আছে 😀
ফয়েজ ভাইঃ হতে পারে
জাজমেন্ট ভূল হতে পারে, ইন-ফ্যাক্ট হওয়াটাই উচিৎ
ব্লগ ছাড়া কাউরে চোখেও দেখি নাই
তবে তুমি ইন্টোভার্ট এই ব্যাপারে নিশ্চিত আমি
নিজেরে চিনার চেষ্টা করতেছে এইটা ভালো দিক
কামরুলঃ থ্যাঙ্ক ইউ, তয় কি দেইখা নিশ্চিত হইলেন এইটা একটু বলবেন কি?
ফয়েজ ভাইঃ তুমি নিজের ইচ্ছার জন্য অনেক উলটাপালটা কাজ কর
কর কারন এগুলা করতে তোমার ইচ্ছা হয়
শুধু নিজের ইচ্ছার জন্যই কর, অন্য কোন উদ্দেশ্য নাই
কামরুলঃ এইটা ইন্টোভার্ট এর সংগা না
ফয়েজ ভাইঃ ইন্টোভার্ট তারাই যারা নিজেকে নিয়া ব্যস্ত থাকে
তুমি তোমার মত কর ব্যাখ্যা করতে পার,
কামরুলঃ আমার মতো ব্যাখ্যা করলাম কই? অরিজিনাল সঙগা হইতেছে, Introverts are more concerned with the inner world of the mind. They enjoy thinking, exploring their thoughts and feelings. They often avoid social situations because being around people drains their energy. This is true even if they have good social skills. After being with people for any length of time, such as at a party, they need time alone to “recharge.”
ফয়েজ ভাইঃ আমি তো এর বাইরে কিছু বলি নাই
কামরুলঃ উলটাপালটা কাজের কথা কোথায় আছে বলেন?
ফয়েজ ভাইঃ এরা সুন্দর ভাষা দিয়া বলছে,
They often avoid social situations because being around people drains their energy.
এইটার বাংলা কর প্রথমে, এর পর বাংলাটা আবার ইংরেজী কর
কামরুলঃ এর বাঙলা হচ্ছে’ এরা ফালতু প্যাচাল পছন্দ করে না’ 😀
ফয়েজ ভাইঃ ভালো বলছো, তবে যে বলছে তাদের কাছে হয়ত এটা ফালতু না
কামরুলঃ আমি নিজে সিদ্বান্ত নিতেই পছন্দ করি
ফয়েজ ভাইঃ কমন ক্যাডেট প্রবলেম
কামরুলঃ আপনি সিভিলিয়ানদের মতো কথা বলতেছেন 😉
ফয়েজ ভাইঃ সিভিলিয়ানরাও কিছু কথা ঠিক বলে কি কও 😉
কামরুলঃ হাহাহা, যান, সায়েদ ভাই টুশকি দিছে, পড়েন গিয়া
ফয়েজ ভাইঃ তোমার লগে ডিবেটে টুশকির চেয়ে বেশি মজা
কামরুলঃ ক্যান? মজা ক্যান?
ফয়েজ ভাইঃ তুমি লজিক একসেপ্ট কর, এরপর কাউন্টার দাও
যাইগা,হিসু লাগছে ~x(
কামরুলঃ ভাবতেছি আপনার সাথে যা চ্যাট হইছে ওইগুলি দিয়া একটা পোস্ট দিয়া দিমু নাকি? 😉
ফয়েজ ভাইঃ দিতে পারো, ট্যাগে রংপুর দিয়া 😉

দিলাম।

২,৬৯৫ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “এক বিকেলে ফজু মল্লিক আর আমি”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    @ফয়েজ ভাই: এইখানে আপনার কথাগুলা পছন্দ হয় নাই।
    @কামরুল ভাই: আপনি যদি জীবন শুরু না করে এভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে আপনিই হবেন আমার আদর্শ।

    নো যুক্তি, ডু ফুর্তি। প্রকৃতি যুক্তি অনুযায়ী চললেও জীবন যুক্তি অনুযায়ী চলে না। অনেকে যুক্তি অনুযায়ী চালানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং একসময় আফসোস করেন।
    একান্তই ব্যক্তিগত অভিমত।

    জবাব দিন
  2. এহসান (৮৯-৯৫)

    কামরুল,
    ফয়েজ ভাইরে বেশী বেইল দিতে নাই। উনি অনেক ক্ষেত্রেই hypokrite। তোমারে জুনিয়র পাইয়া ভাব লইসে অথচ নিজেই একজন introvert। শওকত ভাইকেও আমার introvert মনে হয়। কিন্তু আমার প্রিয় লেখক দুইজনই।

    introvert এর অরিজিনাল সঙগা কি মুখস্ত ছিল নাকি চ্যাট করার সময় গুগল করসো। আতেঁলদের সাথে চ্যাট করার ঝামেলা অনেক। 🙂

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      :))
      আপনারও যা বুদ্ধি !! এতো বড় ইংরেজি সংগা যদি মুখস্ত রাখতে পারতাম তাইলে ইন্টারে ইংরেজিতে টাইনা টুইনা পাশ করতে হয় আমার !!

      কথা কইতে কইতেই introvert লেইখা গুগুলে সার্চ মারছি, তারপর কপি-পেস্ট।

      তয় ফয়েজ ভাই ঠিক বলছেন, আমার কথাটা। আমি ইন্টোভার্ট-ই। আর খুব বেশি এস্কোভার্ট হওয়ার চেষ্টা করি নাই কখনো, আমার সে যোগ্যতা নাই তাতো জানেনই।

      অ.টঃ
      আজকে ফাইনাল অথচ একটা প্রিভিউ দিলেন না? ক্যাম্নে কী ?


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)
      ফয়েজ ভাইঃ আমিও অনেকটা ইন্টোভার্ট

      আমি নিজেকে ইন্টোভার্ট বলেছি তো। আরও বলেছি এটা ক্যাডেটদের কমন প্রবলেম।

      যাউজ্ঞা, তুমি আইছ খুব খুশী হইছি। কেউ পোষ্টায় না আজকের খেলা নিয়া, আজিব।

      তোমরা লাইভ দিবা ক্যামনে আজকে? পোষ্টই তো নাই


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)
    জীবনান্দকে উদাহরন দিলা, খুব কি ভালো কিছু করেছে কবিতা লেখা ছাড়া? সে নিজের বউকেও সুখী করতে পারে নাই

    :grr: :grr: :grr:
    জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ... :pira: :pira: :pira:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।